ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, গোয়াইনঘাট উপজেলা শাখা।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম এবং লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মোঃ কোমল উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাই ২০২৫ তারিখে জারি করা পরিপত্র অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বঞ্চিত করা হচ্ছে। এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তারা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে।
লিখিত বক্তব্যে তারা বলেন, বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়; এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতির অনুপ্রেরণা। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বাইরে রাখা তাদের মধ্যে বৈষম্যের মনোভাব সৃষ্টি করবে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী।
এ সময় তারা ১৭ জুলাইয়ের পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমঅধিকার নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় আগামী ২০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, মার্চ ফর ঢাকা সহ কঠোর কর্মসূচির হুমকি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা খলিল আহমদ, সহ-সভাপতি মোঃ আলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, শিক্ষা সম্পাদক মোঃ মোস্তাকিম আলী, আইন সম্পাদক মোঃ আজিম উদ্দিন, কার্যকরী সদস্য শামছুল হক, কার্যকরী সদস্য আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ।