এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এ শ্লোগানের মধ্যে দিয়ে নওগাঁর নিয়ামতপুরে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।
আজ মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের আয়োজনে এ যুব দিবস পালিত হয়।
যুব র্যালির মধ্যে দিয়ে যুব সমাবেশ ও আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোর্শেদা খাতুন।
এ সময় আরো উপস্হিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে আরো প্রযুক্তি নির্ভর ও গতিশীল করে তুলতে পারলে দেশকে সমৃদ্ধশীল করার ব্যাপারে মূল ভূমিকা রাখতে পারবে।
উপস্থিত যুবাদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে ঋণের চেক ও বৃক্ষ বিতরণ করা হয়।