মা জননীর সেবা
মা মাথায় হাত বুলালে,
কি যে পরশ লাগে।
মায়ের হাতের পরশ আমার,
হৃদয়ে স্বপ্ন জাগে।
মা জননী হাত বুলিয়ে,
আদর সোহাগ করে।
মায়ের আদর আমার দারুণ
যেন ভালোবাসা ধরে।
মা পাশে থাকলে আমার
খুবেই ভালো লাগে।
মা’ কে ভালোবাসি আমি,
সকল সৃষ্টির আগে।
বেঁচে থাকতে মা জননী,
করি তাহার সেবা।
মা জননী না থাকলে,
মাথায় হাত বুলাবে কেবা?
পাঠশালাতে যাবো মোরা
পাঠশালাতে যাবো মোরা,
লেখা পড়ার জন্য।
লেখা পড়া করে মোরা,
গড়বো জীবন ধন্য।
পাঠশালাতে শিক্ষা গুরুর,
আদেশ উপদেশ শুনবো।
শিক্ষা গুরুর বিধি নিষেধ,
সদাই মেনে চলবো।
শিষ্টাচার নম্রতা ভদ্রতা,
গুরুর কাছে শিখবো।
সৎ সাহসী মিষ্টি ভাষা,
আমরা সবাই লিখবো।
পাঠশালাতে যাবো মোরা
মানুষ হওয়ার জন্য।
গরীব দুঃখীদের মুখে হাসি,
আমরা সবাই ধন্য।
ঘড়ির কাটা থেমে যাবে না
ঘড়ির কাটা থেমে যাবে না,
পৃথিবীও ঘুরতে থাকবে।
মেঘেরা নীল আকাশে ভাসবে,
পাখিরা সুরে সুরে গাইবে।
প্রজাপতি ডানা মেলে উড়বে,
ফড়িং ঘাসে নাচবে।
খুকি খুশি খুশি হাসবে।
শীতল বাতাস বইবে।
বাগানে ফুল ফুটবে।
দিন যাবে দিন আসবে
জোনাকিরা আধার রাতে
আলো জ্বারাবে।
মাঝিরা নৌকা বইবে,
জেলেরা মাছ ধরবে।
কর্ম তার নিজ গতিতে চলবে।
কারো অপেক্ষায় থামে না।
পথশিশু
পথে পথে বেড়ায় ঘুরে,
কত অনাথ শিশু।
খালি গায়ে ঘুরে তারা,
পরনে নাই কিছু।
সারা গায়ে ধুলি মাখা,
মলিন মুখ খানি।
দুই চোখে দেখলে তাদের,
গড়িয়ে পড়ে পানি।
পথে পথে বেড়ায় ঘুরে,
একটু খাবার খোঁজে।
ক্লান্ত হলে খালি সানে,
চোখ দুটো যায বুজে।
বাবা নাই, মা নাই,
এতিম অনাথ শিশু।
এই সমাজে অনেক লোকের
আছে কতো কিছু।
আমার তোমার সবার এরা,
এরা পথ শিশু।
একটু খানি সেবা পেলে,
হবে অনেক কিছু।