মোঃ আল আমিন
হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি
"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে হোসেনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি,শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ । আলোচনা শেষে যুবকদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। এছড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফরিদ-আল-সোহান, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন,কৃষি অফিসার কৃষিবীদ এ কে এম শাজাহান কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবে সভাপতি রফিকুল ইসলাম প্রমূখসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।