কলমেঃ আনোয়ারা খানম
আপন যুক্তিতে সবাই অটল
কেউ মানে না হার,
রাজনীতির এ বেহাল দশা
চলবে কত আর?
শিক্ষা, সমাজ, অর্থনীতি
ভেঙ্গে চুরমার,
সুদ-ঘুষ, দূর্ণীতি,চাঁদাবাজি
আহারে বাহার!
রাজনীতির কোর্তা যদি
চড়ে একবার গাঁয়,
অর্থ- বিত্ত ভুরি ভুরি চাকচিক্যের
অভাব তার কোথায়?
লেখা-পড়া,জ্ঞানার্জন আহম্মকের কাম
দিবানিশি ঝরাতে হয় প্রতিযোগিতার ঘাম,
মুখেবুলি কৌশলি, রাজনীতির যাদুকর
ভাবনা কী, হও আগুয়ান সম্ভাবনা অপার!!
দেশের ভাগ্যে শণির দশা, ভাবনা কী আর তাতে,
দলে বলে পাড়ি জমাবে আনন্দে পাশ্চাত্যে !
যত মজা ভাবছো সবে, তেমন কিন্তু নয়
কাটবে জীবন সেথা হায়!
তৃতীয় শ্রেনীর নাগরিক মর্যাদায়!!