মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ
খুলনায় সাব্বির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শেখ হাফিজ সহ তিনজনকে আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এসময় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার (১৩ আগস্ট ২০২৫) ভোররাত আনুমানিক ৩ ঘটিকার সময় খুলনা আর্মি ক্যাম্প হতে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা উপজেলার আইচগাতি, মধ্যপাড়া এলাকায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে চাঞ্চল্যকর সাব্বির হত্যা (২৬ জুন ২০২৫) মামলার অন্যতম প্রধান আসামি ও ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য হাফিজুল শেখ হাফিজ (৩২) সহ তার আরও তিন সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মোঃ মাসুম শেখ (২২) এবং মোঃ দীপু শেখ (২৪) কে আটক করা হয়।
অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড এমোনিশন, বিপুল পরিমাণে গাঁজা, কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির হত্যাকাণ্ডে তার সরাসরি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানা যায়।
পরবর্তীতে আটককৃত আসামি, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য পুলিশের নিকট হস্তান্তর করা হয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।