জেগে উঠো বাংলাদেশ
জেগে উঠো বাংলাদেশ,
হাল ধরার এখনি সময়।
ওরা হলো ভিন দেশি তবে,
এই বাংলার কেউ নয়।
এই বাংলা আমার তোমার,
এই বাংলা সবার।
এই বাংলা নিয়ে তাবেদারি,
কেন ভাই আবার?
বাংলা আমার মাতৃভূমি,
আমার জন্ম ভূমি।
বাংলার খেয়ে বাংলার পড়ে,
চোখ রাঙার কে তুমি।
জেগে উঠো বাংলাদেশ
হাল ধরার এখনি সময়.।
বুনো শকুনের দল এসেছে,
খামচে ধরেছে অসময়।
কাঠবিড়ালির বিয়ে
কাঠবিড়ালির বিয়ে হবে অই
বট গাছের তলায়।
কাঠবিড়ালির বিয়ে দেখতে,
আসলো সবাই পলায়।
বট তলায় ঘটা করে সেথায়,
আজ হয়েছে আয়োজন।
কাঠবিড়ালির বিয়ে দেখতে,
আসেনি আরও কয়েকজন.
বাঘ শামা এসেছে এবং,
ভাল্লুক শিয়াল।
নাচছে আর গাইছে সবাই,
হচ্ছে শুধু ভাইয়াল।
গনতন্ত্রের কথা বলে
গনতন্ত্রের কথা বলে,
দেশটা হলো শেষ।
কেমন গনতন্ত্র হলে,
দেশটা থাকবে বেশ।
গনতন্ত্রের মুল মন্ত্র,
তোমরা কি জানো?
সবার আগে মানুষের,
নিরাপত্তা ফিরে আনো।
গনতন্ত্র চাও যদি ভাই,
ফিরে দাও অধিকার।
অন্ন বস্ত্র বাসস্থান,
শিক্ষা আর চিকিৎসার।
সবার আগে দাও তুমি,
মানুষের নিরাপত্তা।
তার পরে দাও ভাই,
গনতন্ত্রের তকমাটা।
পথে ঘাটে মরছে মানুষ
তুমি থাকো ভাই ঘুমে।
চারিদিকে কান্নার আওয়াজ
যায় না তোমার কানে?
গনতন্ত্রের মুল মন্ত্র হলো,
বেঁচে থাকার অধিকার।
মানুষগুলো বাঁচলে তবে,
গনতন্ত্রের হবে রক্ষা।
লেখক:
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।