শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৩ই আগস্ট বুধবার কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।কপিলমুনি প্রেসক্লাবের আহবায়কের সভাপত্বিতে সদস্য সচিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে রাখেন,সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুস্তাফিজুর রহমান পারভেজ,কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচ এম শফিউল ইসলাম,সদস্য সচিব আমিনুল ইসলাম বজলুর,সদস্য প্রবীর জয় সম নজরুল ইসলাম।উপস্থিত ছিলেন,কপিলমুনি প্রেসক্লাবে সদস্য এসএম লোকমান হেকিম, এ কে আজাদ,তপন পাল,অলিউল্ল্যাহ গাজী (অলি),মনিরুল ইসলাম,সবুর আল আমিন,পবিত্র মন্ডল বেলা,শেখ খায়রুল ইসলাম,রামপ্রসাদ কর্মকার,কামরুল ইসলাম ও আলমুন হুসাইন।বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মিশনে জড়িতদের বিচার দ্রুত শেষ করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে কপিলমুনি প্রেসক্লাবের সদস্য,স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।