নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক প্রয়াত শেখ কামাল আলীর কবর জিয়ারত করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য কয়ছর এম আহমদ। তিনি বলেন, বিএনপির জন্য নিবেদিতপ্রাণ, লুদরপুর (দক্ষিণপাড়া) জামে মসজিদের মোতাওয়াল্লী শেখ কামাল আলীর মৃত্যুতে আমরা শোকাহত। মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কবর জিয়ারতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। কয়ছর এম আহমদ মরহুম শেখ কামাল আলীর ছেলে- মেয়েকে বুকে জড়িয়ে ধরে শান্তনা দেন। তিনি মরহুমের পরিবারকে ধৈর্য ধরার জন্য বলেন।
প্রকাশ থাকে যে, ৮ আগস্ট ২০২৫ ইং শুক্রবার দুপুরে কামাল আলী ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সবার বক্তব্য একটাই, শেখ কামাল আলী একজন খাঁটি ধার্মিক, সৎ ও আদর্শবান লোক ছিলেন। সবাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করছেন।