সুরঞ্জন তালুকদার
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা বিএনপির আয়োজিত জনসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল মোতালিব খান- সদস্য, আহ্বায়ক কমিটি সুনামগঞ্জ জেলা বিএনপি, সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা পরিষদ ও সাবেক সভাপতি, ধর্মপাশা উপজেলা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোতালিব খান বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা তুলে ধরে বলেন, এই ৩১ দফা কেবল রাজনৈতিক দলীয় এজেন্ডা নয়, এটি একটি গণমুখী রূপকল্প। এখানে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি রয়েছে। তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এই দফাগুলো দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত। উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জনাব লিয়াকত আলী (বীর মুক্তিযোদ্ধা), আহ্বায়ক, ধর্মপাশা উপজেলা বিএনপি, জনাব আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক, মধ্যনগর উপজেলা বিএনপি, জনাব মুসাহিদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক, মধ্যনগর উপজেলা বিএনপি, জনাব মামুনুর রশিদ শান্ত, সদস্য, ধর্মপাশা উপজেলা বিএনপি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি, জনাব আফজাল হোসেন স্বপন, সদস্য, ধর্মপাশা উপজেলা বিএনপি ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি।
এছাড়া জনসভায় আরও বক্তব্য রাখেন—
মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোক্তার মিয়া ও সেনুয়ার হোসেন, ধর্মপাশা উপজেলা বিএনপির অন্যতম সদস্য মাহবুব আলম হানিস ও চন্দন খান, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া, চামরদানি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল ও যুগ্ম আহ্বায়ক সাজিবুল তালুকদার, শ্রমিক দলের আহ্বায়ক জলিল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন রুকন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু ও যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ প্রমুখ।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াতের সমাপনী বক্তব্যের মাধ্যমে জনসভার সমাপ্তি ঘোষণা করা হয়