লেখক: শেখ সাইফুল ইসলাম কবির
নারী তুমি তুমি হৃদয়ের মধুর গান,
অন্ধকারে আলো, আশা সবার মান।
জন্ম দিয়ে জীবন, করো সংসার সাজাও,
তোমার স্নেহে বাঁধা সারা পৃথিবী মায়া।
শক্তির বহুবিধ রূপ তোমার মাঝে ভাসে,
কাঁধে নিলেও দুঃখ, কখনো তুমি ছাড়ো না।
মমতায় বোনা ছায়া, সংগ্রামে অটল থাকা,
নারী তুমি শত দৃষ্টিতে মর্যাদার ছন্দ।
সুন্দরী শুধু চেহারা নয়, হৃদয়ের আলো,
শুদ্ধ চেতনা, ধৈর্যের অমল সোনালি ঢালো।
তুমি সভার আলোছায়ায় জীবনের বাণী,
নারী তুমি মানবতা, ভালোবাসার ধ্যানী।
আজকের এই পৃথিবীতে তুমি শিখিয়েছো,
অবিচলতায় যেভাবে জীবন গড়ো।
নারী তুমি তেজস্বী, তোমায় সালাম জানাই,
তোমার প্রতি শ্রদ্ধা, প্রেম অগাধ পাঠাই।
লেখক: শেখ সাইফুল ইসলাম কবির।
চেয়ারম্যান জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা।