স্টাফ রিপোর্টার:
রাজধানীর জাহাঙ্গীর গেট সংলগ্ন শাহীন হলে গতকাল (১৪ আগস্ট) আসরের নামাজ শেষে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২১ জুলাই এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিজের জীবনের মায়া ত্যাগ করে কমপক্ষে ২০ জন শিশুকে বাচিয়ে অবশেষে নিজেই প্রাণ হারান মাহেরিন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে আয়োজন করা এ দোয়া মাহফিলে অংশ নেন রাজনৈতিক, সামরিক ও সামাজিক অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার; জেনারেল ওয়াকার-উজ-জামান, সেনাবাহিনী প্রধান; এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিমান বাহিনী প্রধান; রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, সহকারী নৌবাহিনী প্রধান; মাহদি আমিন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা (বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে); ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি স্থায়ী কমিটির সদস্য; অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি—সহ আরো অনেকে।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাহেরিনের স্বামী মনছুর হেলাল,তার ছোট ভাই মুনাফ ও ছোট বোন মেহতাজ। তাঁরা মাহেরিনের স্মৃতি, তাঁর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন এবং পারিবারিক জীবনের নানা আবেগঘন মুহূর্ত তুলে ধরেন। স্বামী মনছুর হেলাল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “মাহেরিন শুধু আমার স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। তাঁর হাসি, তাঁর সরলতা, আর মানুষের প্রতি ভালোবাসা আমাদের সবার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।”
ছোট ভাই জানান, মাহেরিন সবসময় পরিবারের সবার পাশে দাঁড়াতেন এবং সবার পড়াশোনায় যেমন মনোযোগী ছিলেন, তেমনি সবার প্রতি মমতাময়ী আচরণ করতেন। ছোট বোন কাঁদতে কাঁদতে বলেন, “আপু ছিল আমাদের পরিবারের আলোর উৎস। তাঁর অনুপস্থিতি আমরা কোনোদিন পূরণ করতে পারব না।”
পরে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব। তিনি মাহেরিন চৌধুরীর রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ও শক্তি দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিরা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মাহেরিনের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানান।