কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমায় কেউ বোঝে না
কেউ জানেনা মনের যাতনা,
চল্লিশোর্ধ্ব ব'লে কি আমি মরে গেছি
এ বয়স টায় মরে গেলেও পচেনা, সবার কাছে অচেনা!
আমি আজ কারো দোষ দেবো না,
জীবনটা এক দেনাপাওনা!
'নর' এড়িয়ে চলে জীবন ভাঁটায় বলে
কাউকেই বলিনা তুমি যেও না!
একদিন ছিলাম রাধা, শত ছিলো কৃষ্ণ
কতজন মাগতো এসে শীতল হতে তৃষ্ণা!
কতজন ডাকতো আমায় ব্ল্লভা বৈষ্ণবী শুভাঙ্গী
মনের টগবগ স্রোত আজ-ও আছে গায়ের রং যত হোক শ্যামল কৃষ্ণা!
আজ অর্থবিত্তের আছে সচ্ছলতা, মনে আছে সুগঠিত প্রেম,
ঘটেছে ভালোবাসার উত্তরণ সরল সততা সম্পন্ন মনে,
ভাটায় নৌকা ঠেকেছে কোন নদীর চরে, কবে
এ বয়স টা ভালোবাসার দায়িত্ব বোধ শিক্ষায়, নতুন করে ঘর বাধতে ইচ্ছে হয় তার সনে!
সংসার জীবন কাটানো জন, ভুলে গেছে করতে আদর
ছেলেমেয়ে বিদেশ পাড়ি, তাতেই আমি কেন বুড়ি
আজ আমি ব্লাক কফি , তিতা লাগে ভাষা --
গতর খোঁজার আগে মন বোঝ, আজ নয় আমি কুড়ি!
আজ-ও বিছানায় উত্তাপ ছড়াতে পারি, নিরাপত্তা চাই আগে
বিছানার সেই সঙ্গী তেমন আছি, হয়েছি জীবন যুদ্ধ সাথী!
বিশ্বাস, সময়, ভালোবাসা নিয়ে এসো, আমি ফুরিয়ে যাইনি
অপাংতেয় মনে করে অবহেলা, খুঁজো বাইরে জ্ঞাতি !
একবুক অভিমান কষ্ট নিয়ে শেষ হয় অতৃপ্ত নারী জীবন
বেঁচে থাকলেও জেন্দা লাশ, এ নারী জীবন যেন কেমন?