লেখক: শেখ সাইফুল ইসলাম কবির
নারীদের উষ্ণ বুকে ঘুমিয়ে থাকে ইতিহাস,
যেখানে রাতের গভীরে বাজে সন্তানের নিঃশ্বাস।
সেই বুকে জেগে ওঠে প্রেম,
যেখানে ভাঙা হৃদয়ও পায় নতুন ছন্দের ঋম।
ওই উষ্ণ বুক শুধু শরীরের তাপ নয়,
তা আশ্রয়, আরাম, নির্ভরতার ক্ষয়।
যেখানে ক্লান্ত প্রেমিক ফিরে আসে নিশ্চুপ,
যেখানে যুদ্ধ শেষে যোদ্ধার চোখে আসে সুপ্ত সুখ।
নারীদের উষ্ণ বুকে জন্ম নেয় ভোর,
সেখানে আঁচল হয় ঘাম মুছানোর কর।
তারা দেয় সাহস, দেয় আশ্বাস,
দেয় নিঃস্ব জীবনে জীবনের প্রকাশ।
এই বুকে কান্না আছে, হাসিও লুকায়,
এই বুকে আত্মোৎসর্গ ধীরে ধীরে ঢুকে যায়।
এ বুকে আছে হাজার কবিতা,
যা পুরুষেরা বোঝে না, কেবল পড়ে গদ্য লেখা।
তাই নারীদের উষ্ণ বুকে
লজ্জা নয়—
আছে গর্ব, আছে প্রেম,
আছে মানুষের প্রথম ও চিরকালীন ভরসা।
লেখক: শেখ সাইফুল ইসলাম কবির।
চেয়ারম্যান জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা।