কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমাকে তন্নতন্ন করে খুঁজো আমার হাসির আড়ালের কষ্টটা
যা আমার আবেগ, চোখের লোনাজল হয়ে বের হয়!
আমার সৌন্দর্য অবয়বে খুঁজো না হে মুর্খ, অস্তিত্বের গভীরে দেখো
আমাকে চাও মনের সাথে মনের যৌগিক ক্রিয়ায়, শুধু শারীরিক উষ্ণতায় নয়!
আমার আত্মার পাশে বসো, আমার নীরবতা কে বুঝতে চেষ্টা করো
আমার কাঁকনের টুংটাং আওয়াজ আর হঠাৎ হাসির ঝলকানি গভীর থেকে উঠে আসে
হে অবুঝ, প্রকৃত নারীর রূপ নয় শ্বেত ধবল গাত্র চর্ম
রূপ-লাবণ্যে মাধুর্য সৌন্দর্য খোঁজো তার হৃদয় অলিন্দে র রক্ত বাহিত ধারার পাশে!
নারী হলো এমন আকাশ যার মেঘ গর্জন শুনতে হৃদয় কর্ণ লাগে
তার প্রণয়ন আগ্রহের চুম্বকীয় আবেশ উড়ে বেড়ায় প্রজাপতির মত!
তাঁকে বাঁধতে হলে নিরাপত্তা সেই বসুধার মাটি যেখানে বহুতল ভবনের কাঠামো পুততে হয়
তখন-ই নারী দিতে পারে প্রণয় বাঁধ ভেঙে উছলানো ঢেউ একের পর এক,শত!
তাঁকে দুঃখ-কষ্টে প্রতারণা করলে বিবশ অক্ষিপটে আর শ্রাবনে ঢল থাকে না, ফিরে আসে ভাদ্রের খরা
বুকের গহীনে তার বার্মুডা ট্রায়াংগেলের ঘূর্ণী, ঢুবিয়ে
দেয় টাইটানিক সহ যা পায়!
সে তখন আর তার দীর্ণ মরু হৃদয় তটরেখা খোঁজে না ভালোবাসার
কাল নাগিনীর মত জিহ্বায় ঘ্রাণ নেয়, চারিদিকে ভয়াল মৃত্যু ছায়াকে বলে কাছে আয়!