কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমি ক্লান্তিতে ভুগি
মরি ধুঁকি ধুকি,
ক্লান্তিতে এলিয়েছি দেহ
আমায় ডেকো না কেহ!
পেটের অভাবে দূর থেকে দূরে
যেতেছি ট্রেনে, বাচ্চাটার জন্য মন খায় কুরে!
মানসিক চাহিদা বার-বার স্মরণ
এ দরিদ্র দেহ কেউ করলো না বরন!
যাকে বাসলাম ভালো প্রেমের প্রাঙ্গণ
চুম্বন লেহন, এলো দেহের আদান-প্রদান আলিঙ্গন!
এতোই বেঈমান বিশ্ব, একে অপরের শিষ্য
আজ আমি সন্তান নিয়ে একদমই নিঃস্ব !
ঘুরি দ্বারে দ্বারে, ঘৃণ্য সবার তরে
অনন্ত প্রেম বুকটা বহু জ্বলে, কষ্ট বলি কারে?
আমার অক্ষি যুগল জেগে থাকে সারা রাত
অবসাদে দেহটা পড়ে থাকে, অনিদ্রায় একই কাত!