নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ভয়েজ অব টাইগার ২০২১ সাল থেকে ৬৪, লোয়ার যশোর রোড, শঙ্খ মার্কেটের দোতলায় অবস্থিত। গত ১৪ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে ভয়েজ অব টাইগার এর স্টাফ রিপোর্টার উম্মে উমামা রাত্রির সঙ্গে দীর্ঘ সময় আলাপচারিতায় তিনি আমাকে লেখালেখির আহ্বান জানান এবং বলেন আপনার লেখা আমাদের পত্রিকায় দিন, আমরা সাহিত্যপাতা প্রকাশ করব।”আমি তাকে জানাই যে, এর আগে দৈনিক জন্মভূমি পত্রিকায় ২০২০ সাল থেকে বিভিন্ন লেখকের লেখা সংগ্রহ করে নিয়মিত সম্পাদকের কাছে জমা দেই, যার মাধ্যমে বহু লেখা প্রকাশিত হয়েছে। আমি আরও বলি একটি পত্রিকার প্রাণ হলো সাহিত্য। কবি-সাহিত্যিকদের লেখা প্রকাশের মাধ্যমে পত্রিকা ফুলে ফুলে ভরে ওঠে।তারপর আমি উম্মে উমামা রাত্রিকে দুটি লেখা পাঠাই। আজ ১৭ আগস্ট, আমার সেই লেখা দুটি দিয়ে ভয়েজ অব টাইগার পত্রিকার সাহিত্যপাতার শুভ সূচনা হয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এজন্য আমি উম্মে উমামা রাত্রিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।আজ১৭ইআগষ্ট সন্ধ্যায় আমাকে ভয়েজ অব টাইগার অফিসে আমন্ত্রন জানান ।আমি সেখানে গেলে আমাকে সম্মান জানানো হয়। দীর্ঘ আলাপ শেষে পত্রিকার সম্পাদক দানিয়েল সুজিত বোস সদ্য প্রকাশিত সংখ্যার সৌজন্য কপি আমার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন— কাকলী রানী সাহা, মহেন্দ্রনাথ সেন, এ এইচ এম শামিমুজ্জামান, সুনীল দাস, উম্মে উমামা রাত্রি, দেবাশীষ রায়, শিশুশিল্পী গল্প বোস এবং ক্যামেরায় ছিলেন এস এম রোহান।পত্রিকা হাতে নিয়ে আমি বলি আপনাদের পত্রিকায় সাহিত্য প্রকাশ হচ্ছে দেখে আমি আনন্দিত। চাইলে আমি আমার পরিচিত কবিদের লেখা সংগ্রহ করে আপনাদের কাছে পাঠানোর দায়িত্ব নিতে পারি।” সম্পাদক মহোদয় সম্মত হয়ে জানান যে, প্রতি বৃহস্পতিবার লেখা পাঠাতে হবে এবং প্রতি শনিবারে ভয়েজ অব টাইগার এ সাহিত্যপাতা প্রকাশিত হবে।আমি, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, এই দায়িত্ব গ্রহণ করে সবার কাছে শুভকামনা প্রার্থনা করি এবং খুলনা আর্ট একাডেমিতে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ভয়েজ অব টাইগার পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আনন্দঘন মুহূর্ত থেকে বিদায় নিই।