বিশেষ প্রতিনিধি খুলনা:
বটিয়াঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে এ সপ্তাহব্যাপী কর্মসূচি। স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মৎস্য অফিসার এস এম আমীর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল।
এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হিরামন মন্ডল সাগর, সাংবাদিক পরাগ রায়, বিএনপি নেতা মোঃ সামছুল হক, সুদীপ্ত মল্লিক, মামুন শেখ, হেদায়েত মলঙ্গী, লিটন মন্ডল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি ও জেলেরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে হলে সচেতনতা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মৎস্যখাত দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"
সপ্তাহব্যাপী এ আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের প্রশিক্ষণ, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।