লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আড়াই হাজার বছর আগে দার্শনিক সক্রেটিস বলেছিলেন, “একদিন মানুষ জ্ঞানী হওয়ার জন্য আফসোস করবে আর মুর্খ তার মুর্খতার জন্য গর্ববোধ করবে!” দার্শনিক গোখলে বলেছিলেন, “বাংগালী আজ যা ভাবে সারা ভারত তা এক সপ্তাহ পর বোঝে!” রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন,”সাড়ে সাতকোটি বাঙালি কে হে বঙ্গ জননী রেখেছো বাঙালি করে মানুষ করোনি!” বাংলাদেশের স্থপতি “মুজিব” বলেছিলেন, “কবি গুরু তুমি ভুল, আমার বাঙালি মানুষ হয়েছে!”
সক্রেটিস, রবীন্দ্রনাথের কথা সত্যি হয়েছে, গোখলে আর মুজিবের কথা ভুল প্রমানিত হয়েছে! মুজিব নিজ বাড়ীর সিঁড়ির উপর লাশ হয়ে পড়ার সময় ও অনুভব করেছেন এবং দুই তিনদিন সিঁড়ির উপর লাশ হ’য়ে পড়ে থেকে-ও তার আত্মা দেখেছে, “বাঙালি মানুষ হয় নাই!”
কিছু বাঙালি লাফিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন যদি ডেমোক্র্যাট থেকে রিপাবলিকান হয় তা হলে বিশ্বে দুধের নহর মধুর শহর স্রোতে ভাসবে!
শুধু মগে তুলে পান করা ছাড়া কোন কাম নাই! তারা জানে না মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় দল হলো “ডিপ স্টেট” তাদের আগ্রাসন নীতি একই বরাবর! দলীয় সরকার শুধু সংসদ চালায়! তারা আরো জানে না, বিশ্বের সব চেয়ে ঋণগ্রস্ত দেশ আমেরিকা! তারা এ-ও জানেনা মার্কিন দেশে কাজ না করলে ভাত নাই, ঢাকা শহরের মত বস্তি আছে, ছিন্নমূল আছে, সেখানে মিথ্যা কাগজ দেখায় শিল্প ঋণ নেয়া যায় না! সে দেশে আয় ঝুড়িঝুড়ি কিন্তু ট্যাক্স বানায় দেয় জীবন টা বুড়ো-বুড়ি!
কিছু বাঙালি আছে তাদের দলের নেত্রীর ভুল ত্রুটি চোখে পড়ে না, শুধু ভাবে তিনি আগরতলা এসে বসে আছেন, নরেন্দ্র মোদি বাবু অবসর পাচ্ছেন না তাকে একটা ধাক্কা দিয়ে বাংলাদেশে ফেলতে!
কিছু বাঙালি আছেন তারা বাংলাদেশ তথা বিশ্বের কোন খবর রাখেন না, চাঁদাবাজি আর গুজব ছড়ানো তাদের কাম! একবার ও বোঝেন না তাদের দলটার লাগাম ছাড়ার কারন এবং অবাধ পাথর লুঠ, সোনা চুরি, ৩২ নাম্বার ধানমন্ডির দায়িত্ব নেয়ায় তারা ন্যাংটা হচ্ছেন এবং আওয়ামীদের মত মাইনাস হতে পারেন বা জনগণের ঘৃণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে!
কিছু শিক্ষিত মুর্খ আছে তারা বোঝেন ই না কোন বিষয় টার প্রয়োজন নাই বর্তমান কালার ফুল বাংলাদেশে! বাংলাদেশ এখন সব আমল থেকে তৃতীয় অবস্থানে! সেখানে মুজিবের পিন্ডি চটকানো বা আজীবন পতিত বিগত অপরিনামদর্শী নির্বোধ সরকারের টানাটানি কোন প্রয়োজন নাই — তবুও
টেনে তুলছেন —
১. সেই ভারতের সাথে ২৫ বছরের গোলামী চুক্তি!
২. রক্ষী বাহিনীর লাখ লাখ হত্যা!
৩. ১৯৭৪ এর দুর্ভিক্ষে বাসন্তীর নায়লনের জাল পরে লজ্জা নিবারন!
৪.বাকশাল কেন গঠন করেছিলেন?
৫. কেন ধর্মনিরপেক্ষ দেশ হলো?
৬. কেন ১৯৭১ ডিসেম্বর নিয়াজি ভারত পূর্ব সেক্টর কমান্ডারের কাছে আত্মসমর্পণ করলেন, ওসমানী কে কেন পাঠানো হলো না?
৭. আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, মুজিব কে?
৮. সেই ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকুরির কথা।
৯. সেই মেজর জলিল ৯ নং সেক্টর কমান্ডার থেকে বের করার কারন শিপ ভরে ভারত এদেশ থেকে অস্ত্র নিয়ে যাওয়া ঠেকানো বীর মুক্তি যোদ্ধা, যাকে কর্নেল ওসমানী বের করে দিয়েছিলেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে যা মুজিব পাকিস্তান জেলে বসে জানেন ও না! যে বাংলাদেশে কয়টা ভারতের থ্রি নট থ্রি রাইফেল ছাড়া কোন অস্ত্র ছিলো না! তাকে হিরো বানানো!
১০. দেশের টাকা খরচ করে বিগত সরকারের অহেতুক ৫৬০ টা মডেল মসজিদ বানায়ে মুসলমান সাজার চেষ্টার কথা!
১১. শত-শত অবৈধ চুক্তি যা বিগত সরকার ভারতের সাথে করেছিলো (কেন আমাদের নিরপেক্ষ সরকার বাতিল করেন না, প্রয়োজনীয় বলে, তা বলেন না) তা নিয়ে ভিডিও হচ্ছে!
প্রিয় পাঠক, বাংলাদেশের ভালোমন্দ এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের হাতে কারন তিনি প্রধান নির্বাহী! তাছাড়া বাকী সবাই স্টেট কর্মচারী। সন্মানিত তিন বাহিনি প্রধান কে তিনি ডেকে কোন পরামর্শ যদি নেন সেটা তার এখতিয়ার! প্রেসিডেন্ট নিজেও কোন ডিসিশান মেকার না, সংসদীয় পদ্ধতি তে তিনি শুধু নির্বাহীর প্রয়োজনীয় সহি করার জন্য প্রস্তুত থাকেন! ৮ ই আগষ্ট ২০২৪ থকে কোন পদ্ধতিতে দেশ চলছে, বিপ্লবী সরকার, সাংবিধানিক সরকার, সামরিক সিভিল মিলিত সরকার তা কোন বোদ্ধা জন দেখি না তিনি বুঝবেন! কে দায়িত্ব নিয়ে কথা বলবেন, কে জনগণের জবাবদিহি, আদৌও এমন অবস্থায় তার দরকার আছে কিনা ততটুকু গনতন্ত্রের হওয়া, তা সামান্য মস্তিস্কে বুঝি না! আন্তর্জাতিক অঙ্গনে আমরা কোন দেশের বন্ধু কার শত্রু, বুঝি আমেরিকা পাকিস্তান বন্ধু, ভারত শত্রু! কিন্তু আমরা মুসলমান মুলাটা আজীবন ঝুলানো দেখি, এ সরকারের সময় আরবীয় মুসলিম ৫৬ দেশের সাথে আমাদের সম্পর্ক কেমন? বিগত ফ্যাসিস্ট সরকারের সম্পর্ক এসব দেশের সাথে অনেক ভালো ছিলো, বিএমডব্লিউ গাড়ীর জায়গায় ড্রেজার চাইলে নদী খননের জন্য একটার জায়গা দুটো দিতেন! বাংলাদেশ থেকে সেনা বাহিনী কয়েকটা মুসলিম দেশ নেয়ার কাগজপত্র প্রস্তুত হয়েছিল সেগুলো কি চলয়মান নাকি বর্তমান সরকার এসব কাজের ঝামেলায় নজর দেয়া প্রয়োজন বোধ করেন না কারন সংস্কার আসল লক্ষ্য ও উদ্দেশ্য Switched Over to ’71, তা কি এতদিনে শেষ হয় নাই? নাগরিক হিসাবে আমরা তো নতুন স্বাধীনতার স্বাদ পেতে শুরু করছি ২০২৪ সাল থেকেই!
চীনের সাথে আমাদের সম্পর্ক কেমন? চীন থেকে পতিত সরকার ভারতের চোখ রাঙানি উপেক্ষা করে দু’টো সাবমেরিন কিনেছিলো, আমাদের সম্পর্ক এখন আরও ভালো হওয়ার কথা!
বাংলাদেশের একজন “মুজিব” নাকি বলেছিলেন, “আমেরিকা যার বন্ধু তার আর শত্রু থাকার দরকার নাই”!
বাংলাদেশ কে বুঝি না তবে বিশ্বে যে আজ আবার চেঙ্গিস খান, আলেকজান্ডার দিগ্রেট এর বিশ্ব বিজয় শুরু হয়েছে তা বুঝি!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।