একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার। ইতিমধ্যে তিনি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের দুঃসময়ে মাঠে সক্রিয় উপস্থিতি তাকে মনোনয়নের অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরেছেন। জাতীয়তাবাদী ছাত্রদল দিয়ে রাজনৈতিক জীবন শুরু করা মাহবুবুর রহমান সরকার সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে তিনি সুনামগঞ্জ-১ সংসদীয় এলাকা প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সরাসরি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সংকটকালে পাশে দাঁড়ানোয় তিনি তৃণমূলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। জামালগঞ্জ সদর ইউপি ২নং ওয়ার্ড সংবাদ পুর এলাকার স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন, ‘মাহবুব ভাই দুঃসময়ে মাঠে ছিলেন, প্রতিটি আন্দোলনে আমাদের পাশে থেকেছেন।’ চামারদানী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন বলেন, ‘তৃণমূল বিএনপি’র একমাত্র ভরসার জায়গা মাহবুবুর রহমান। সংগঠনের প্রতি তার নিষ্ঠা অনুকরণীয়।’ তাহিরপুরের বাদাঘাট সরকারি কলেজছাত্রদলের আহ্বায়ক সুজন মিয়া বলেন, ‘তার মতো ক্লিন ইমেজের প্রার্থী আর নেই।’ বালিজুড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিল্লুর রহমান ও তাহিরপুর বিএনপি’র সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. রায়হান উদ্দিনসহ অনেকে জানান, মাহবুব একজন প্রকৃত তৃণমূলবান্ধব নেতা। জামালগঞ্জের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা আতিকুর রহমান, ওয়াহিদ তালুকদার, মোজাম্মেল হক স্বপন ও নাজিম উদ্দিন জানান, ‘তরুণ নেতৃত্বের প্রতীক মাহবুব ভাই তৃণমূলের চাওয়া।’ ধর্মপাশা উপজেলার ওমর ফারুক রুবেল, সারোয়ার হোসেন ও আব্দুল সালাম শিকদার বলেন, ‘তিনি বিগত ১৭ বছর ধরে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। মাহবুবুর রহমান সরকার বলেন, ‘সারাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। সেই লক্ষ্যেই তৃণমূলকে সুসংগঠিত করছি। তিনি আরও বলেন, ‘আমি রাজনীতি করি জনগণের সেবা ও অধিকার প্রতিষ্ঠার জন্য, নেতৃত্ব নয়- জনসেবাই আমার প্রধান উদ্দেশ্য।