লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
একজন "মুজিব" ভক্ত হাফেজ, সস্ত্রীক বঙ্গবন্ধুর ৩২ নাম্বার ধানমন্ডির বাড়ীতে ১৫ ই আগষ্ট কুরআন খতম 'বখশে' দিতে যেয়ে নির্যাতনের শিকার হয়েছেন! রাষ্টীয় বা দলীয় প্রতি হিংসার শিকার হয়েছেন! তার স্বল্প বেতনের মাদ্রাসার চাকুরী টা কেড়ে নেয়া হয়েছে এবং ভাড়া বাড়ীর মালিক তার ফুট পাতে জুতা বিক্রির জুতা গুলো জব্দ করেছেন! যে মানুষ টার সংসার চলে না তার উপর কি প্রতিশোধ পরায়ণ হওয়া যায়? অথচ বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনের বড় অংশ জুড়ে আছে ইসলামের ঝান্ডাধারী রাজনৈতিক দল গুলো! এমন আচরণে কুরআন কি বলে, "Their faith promotes Justice, faith and freedom of speech! " কুরআন কি সন্ত্রাসে বিশ্বাস করে?"Quran doesn’t promote violence armed warfare!" One the other hand, " Quran condemns of sectarian violence and speak against terrorism!" What Quran says regarding forgiveness? "Forgiveness and restraint and warns not to transgress or become oppressors!"
প্রিয় পাঠক, নবাব সিরাজুদ্দৌলাকে মীর জাফর পুত্র মিরানের ঈঙ্গিতে মোহাম্মদী বেগ ছুরিকাঘাতের পর মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলেছিলেন, "আমি শুধু বাংলার নবাব ছিলাম না একজন মানুষ ও ছিলাম! মৃত্যুর সময় আমার স্ত্রী কন্যাকে একনজর দেখা
তে পেলাম না !" সেই খুনিদের মৃত্যু ইতিহাস সবাই জানেন!
বঙ্গবন্ধু কি একজন মানুষ ছিলেন না? যার রাজনৈতিক শিক্ষা গুরু ছিলেন শেরে-বাংলা সোহরাওয়ার্দী সুভাষ বসু মাওলানা ভাসানী মাওলানা তর্কবাগীশ! এবং যার গায়ের মুজিব কোট টা ছিলো দক্ষিণ এশিয়ার বিশিষ্ট কামেল বুজুর্গ ইসলামি চিন্তাবিদ "মওলানা শামসুল হকের গায়ের থেকে খুলে দেয়া মাওলানা কোট যা পরবর্তী প্রজন্ম মুজিব কোটই জানে!"
বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন সারাবিশ্বের তাবূত সৎ ও জনগন নন্দিত নেতা আনোয়ার সাদাত, ইয়াসিন আরাফাত, ব্রেজনেভ, মার্শাল টিটো, ফিদেল কাস্ত্রো, ইন্দিরা গান্ধী, আলজেরিয়ার বুমেদিয়েন, আদর্শ ছিলো নেলসন ম্যান্ডেলা, ইউরোপীয় সব নেতা তাকে সমর্থন করেছিলো, ফ্রান্সের পম্পিদু, জার্মানির উইলি ব্রান্ড, ইংল্যান্ডের এডওয়ার্ড হিথ! এমন একজন বিশ্ব মানের নেতা যার সাথে এ্যাডওয়ার্ড হিথ সব কাজ ফেলে মুজিবের হোটেলে যেয়ে দেখা করেন, সেখানে বর্তমান একই দেশের প্রধানের সাথে বৃটেনের প্রধানমন্ত্রী "স্টার মার" দেখা ই দেন না!
প্রিয় পাঠক, মুজিব was a highly talented warrior, who never defeated in politics but His assassination was irony of fate due to conspiracy of Nixon Kissinger!
তিনি ১৪ বছর জেলে কাটিয়েছেন, গনতান্ত্রিক নেতা ছিলেন, বিশ্বের অন্য নেতা মা-ও লেনিন হো চি মিন
নরদম সিহানুকের মত আন্ডারগ্রাউন্ড কখনও যান নাই! কখনও তার জনগন রেখে পালান নাই, গনতান্ত্রিক সব আন্দোলনে ১৯৫৪ যুক্তফ্রন্টের নির্বাচন থেকে এবং তার আগে '৫২ ভাষা আন্দোলন, ৬৬ সালে মুজিব নিজে লাহোরে ৬ দফা পেশ করে আসেন, ১৯৬৮ সাল "আগরতলা ষড়যন্ত্র মামলা" ফেস করেন এবং '৬৯ গনঅভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা আইয়ুব খান কে ক্ষমতাচ্যুত করেন। ১৯৭০ এ নির্বাচন করে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করার পর নিয়মতান্ত্রিক ভাবে ৭ ই মার্চ ১৯৭১ দশ লক্ষ জনতার সামনে পরোক্ষ স্বাধীনতা ঘোষণা করেন রেসকোর্স ময়দানে এবং চূড়ান্ত স্বাধীনতা ঘোষণা করতে তিনি বন্দুক টা পাকিস্তানিদের ঘাড়ে রাখেন। ২৫ শে মার্চ অপারেশন সার্চলাইটের অজুহাতে লেট নাইট স্বাধীনতা ঘোষণা করেন এবং শেষ বাক্য শুনেছেন গ্রেফতার করতে যাওয়া মেজর জেডএখান! তিনি পালিয়ে যান নাই বরং সব শেষ করে মৃত্যু কে নিজ বাসা ৩২ নাম্বার বসে আলিঙ্গন করেছেন!
তার নামে যুদ্ধ হয়েছে, সারা বিশ্ব তার অনুপস্থিতি তে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুকি নিয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে! তিনি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন গেছেন এবং বৃটিশ প্রধানমন্ত্রী তাকে ভারত হয়ে বাংলাদেশে প্রেরণ করেছেন। হিথরো বিমানবন্দর থেকে তাকে সাথী দেয়া হয়েছে, "ঝানু ভারতীয় সাংবাদিক শশাঙ্ক বন্দোপাধ্যয়, তিনি তার প্রবন্ধে বিমানে কি কি হোম ওয়ার্ক করেছেন তা তিনি প্রবন্ধে বর্ননা করেছেন! তিনি আমার সোনার বাংলা গেয়েছেন নিজ কন্ঠে এবং সেটা জাতীয় সঙ্গীত হবে, বিচারপতি আবু সাঈদ প্রেসিডেন্ট হবেন, সংসদীয় পদ্ধতি সরকার হবে। চার পিলার গনতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ ও বাঙালি জাতীয়তাবাদ হবে। তাজউদ্দীন অর্থমন্ত্রী। সমাজতন্ত্র কার্ল মাক্স নয়, মুজিবের ঢং এ, ধর্ম থাকবে কিন্তু শুধু অর্থনৈতিক সাম্য বন্টন হবে!
বিমানে বসেই ইন্দিরা গান্ধী কে তার সেনা ফেরত নেয়ার তারিখ দিলেন, গান্ধী মেনে নিলেন!
দেশে এলেন, '৭২ এ সংবিধান দিলেন, কুদরত ই খোদা শিক্ষা কমিশন দিলেন, নদী মাতৃক দেশ, সব নদীতে বর্বর পাকিস্তানিদের মাইন পোতা, বরিশালে পেয়ারা আমড়া কাচা তরকারি ঢাকা খুলনা যেতে পারে না, সোভিয়েত মাইন সুপার এনে যাতায়াত ঠিক করলেন, সোভিয়েত প্রকৌশলী দিয়ে সব বিদ্যুৎ কেন্দ্র সিদ্ধিরগঞ্জ গোয়ালপাড়া মোট বিদ্যুৎ উৎপাদন ছিলো ৮০০ মেগাওয়াটের মত তা পুনঃ চালু সহ ঘোড়াশাল ৩ হাজার মেগাওয়াটের প্রজেক্ট সোভিয়েত কে চুক্তি করেন এবং কাজ শুরু হয়!
উল্লেখ্য যখন পূর্ব পাকিস্তানে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি তখন পশ্চিম পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদন যোগ্যতা ১০ হাজার মেগাওয়াটের উপরে!
প্রিয় পাঠক, দ্রুত ছুটেছেন মুজিব দেশ থেকে দেশান্তরে স্বীকৃতি আদায় করতে আর দ্রুত ছুটেছেন গোলাম আযম, শাহ আজিজ স্বীকৃতি না দিতে বাংলাদেশ কে! এই রেসে আরবীয় দেশ এবং বড় মুসলমান সুদান, শ্রীলঙ্কা পর্যন্ত স্বীকৃতি দেয় নাই! বঙ্গবন্ধু ভারতের অসন্তোষ লক্ষ্য করে ও পাকিস্তান গেছেন O I C সন্মেলনে এবং সদস্য পদ এনে দিয়েছেন, U N O সদস্য পদ ও তিনি এনে দিয়ে মরেছেন! দুর্ভিক্ষ সৃষ্টি সহ দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে! কেনা খাদ্য ফেরত নিয়ে দুর্ভিক্ষ সৃষ্টি, তিন টাকার শাড়ী কিনে পরতে পারে না তিনশো টাকার নাইলন জাল পরে লজ্জা নিবারন নাটক, চিলির আলেন্দের হত্যাকারীকে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে বদলি করেন ঢাকা এবং সে ই হত্যাকান্ড টা ঘটায় ---
শেষঃ তৃতীয় পর্বে