বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার বৃক্ষ রোপন নরসিংদীতে জমি অধিগ্রহনে উপযুক্ত ক্ষতিপূরণ এর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর- ২ সহযোগী আটক সিলেটের গোয়াইনঘাটে জাসাস এর কমিটি গঠন কবিগুরুর ৮৪ তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা এক ক্ষুদ্র কবির! সুনামগঞ্জ-১ আসনে তরুণের আস্থা মাহবুবুর রহমান সুনামগঞ্জ জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জ – সিলেট সড়কে বাস সিএনজি সংঘর্ষ প্রাণ গেল ৩ জনের আহত ২ কবিতাঃ খেয়ালী বিধি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদের স্মরণে রিয়াদুল জান্নাহ্ মাদরাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮৬ Time View

গাঁয়ের মানুষ গায়ে থাকে

গায়ের মানুষ গায়ে থাকে,
যায় না কোথাও দুরে।
মমতা ভরা ভালো বাসা ,
যায় না কভু তা ফুরে।

গাঁয়ের মানুষ গায়ে থাকে,
দারুন মিলেমিশে।
মান অভিমান করে না ওরা,
কেহ কারোর পিছে।

গাঁয়ের মানুষ গায়ে থাকে,
যায় না কাহাকেও ভুলে।
হিংসা বিদ্বেস মুছে ফেলে,
বুকে টেনে নেয় যে তুলে।

সুখে দুখে আপদ বিপদে,
গাঁয়ের মানুষ সবাই।
সলা পরামর্শ করে বসে,
ছেলে বুড়ো সব ওরাই।

গাঁয়ের মানুষ গায়ে থাকে
কি! যে ভালো লাগে।
মন মাতানো খুশির জোয়ার,
স্বপ্ন ছোঁয়া যেন জাগে।

 

হায়রে দুনিয়া থাকলে টাকা

হায়রে দুনিয়া থাকলে টাকা,
বাসে সবাই ভালো।
মুখে সবার হাসির ঝলক,
দেখতে চাঁদের আলো।

থাকলে টাকা কত কুটুম,
খুব যে আপন হয়।
বনের শিয়াল কুকুর বিড়াল,
কেহ পর আর নয়।

টাকা থাকলে তোমার কত,
আদর যত্ন কত কিছু হয়।
পাড়া প্রতিবেশী সমাজের লোক,
তোমার কথা ভালো কয়।

সামান্য গাও গরম হলে,
চারিদিকে কত হৈচৈ ।
আদর যত্ন সেবা শুশ্রুষা,
কইরে তোরা কই?

টাকা থাকলে ডাক্তার বাবু,
ভালো করে চেকাপ করে।
টাকা না থাকলে রোগীটা যে,
অনেক অনেক দুরে থাকে।

টাকা থাকলে উকিল মোক্তার,
তারাও তোমার কথা শুনে।
আইনের শাসন তোমার জন্য,
মুক্তির পণ আরও যে গুনে।

হায়রে টাকা থাকলে তোমার,
কতো যে উপায় হয়।
টাকা না থাকলে এই দুনিয়ায়,
কেউ বুঝি কাহারো নয়।

টাকা থাকলে তোমার কত
শক্তি সাহস ক্ষমতা বাড়ে।
যে দিকে টাকা সেদিকে আজ,
আইনও তার কথা নারে।

থাকলে টাকা এই দুনিয়ায়
প্রিয়তমা ভালো বাসে।
না থাকলে টাকা এই দুনিয়ায়,
কেউ থাকে না তার পাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102