মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত ১৬/১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মানুষের মৌখিক অধিকার কেড়ে নিয়ে ছিল। মানুষের কথা বলা ও ভোটের অধিকার কেড়ে নেওয়ার কারণেই ৫ আগস্ট জনরুশের মুখে সরকার প্রধান’সহ তাদের এমপি-মন্ত্রীরা দেশ ত্যাগ করে ছিলেন। আওয়ামী লীগ সনাতন ধর্মালম্বী’সহ অন্যান্যদের কোন উন্নয়ন করেনি, অথচ তাদেরকে নিজেদের রিজার্ভ ভোটার দাবী করত। সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সভাই ভাই-বোন। তাই আপনারা নিজেদেরকে কখনও সংখ্যালঘু ভাববেন না, আমরা সবাই এদেশের নাগরিক। সবাই মিলেই দেশটাকে সাজাতে হবে। তাছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনা হল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই আমরা বসবাস করব। বিএনপি কারোও উপর প্রতিশোধ নেওয়ার রাজনীতি করে না। বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি। বিগত সময়ে আওয়ামী লীগেরা নেতাকর্মীরা বিএনপিকে নিয়ে অনেক মিথ্যাচার করেছে। আমাদের মাধ্যমে নিরীহ কেউই কোনভাবে হয়রাণীর শিখার হবেন না, আর তাই ব্যক্তির অপকর্মের দায়ও বিএনপি নেবে না।
তিনি রোববার (২৯ জুন) বিকেল ৩টার দিকে ‘অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে’ সিলেটের বিশ্বনাথে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে ‘উপজেলা ও পৌর’ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভার মুক্ত আলোচনায় সনাতন ধর্মালম্বী বক্তারা প্রধান অতিথির কাছে দাবী রাখেন পৌর শহরের দুর্গাপুর (কারিকোনা) গ্রামে থাকা শশ্মানঘাট ও পুরাণ বাজারস্থ রথবাড়ীর জায়গা অবৈধ দখল থেকে মুক্ত করে তাদের সেস্থানগুলোতে কেন্দ্রীয় মন্দির ও শশ্মানঘাট নির্মান করার উদ্যোগ গ্রহন করার। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় থাকা দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা সনাতন ধর্মালম্বীদের মন্দির-আখড়ার কাঙ্খিত উন্নয়নে কার্যক্রর পদক্ষেপ গ্রহন করা জোরদাবী জানান বক্তারা।
রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দ্র জ্যোতি দে’র সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার ও উপজেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট ঝলক আচার্য্যের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্ত দে, গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শুধাংশু শেখর দত্ত, বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সহ সভাপতি বাবুল কান্তি দাশ মেঘল।
সভার মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলার দেওকলস ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাংঙ্ক বৈদ্য, বিশ্বরূপ মডেল মন্দিরের পরিচালক রমা কান্ত দে, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি বিজয় চন্দ্র দে, শ্রীশ্রী রাধারমন জিউর আখড়া দত্তার সাধারণ সম্পাদক নিশি কান্ত পাল, বিশ্বরূপ মডেল মন্দিরের সভাপতি অরুণ চন্দ্র নাথ, উপজেলার মৌজপুর গ্রামের ননী দাশ, দিঘলী গ্রামের সুনীল পাল, বাউসী গ্রামের বাবু লাল বৈদ্য। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান এবং গীতা থেকে পাঠ করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবব্রত চক্রবর্তী।
৯ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট
ঘোষণা করল বিশ্বনাথ পৌরসভা
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের সভা কক্ষে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ‘৯ কোটি ৭০ লাখ টাকা’র বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলা উদ্দিন কাদের।
ঘোষণা করা বাজেট থেকে জানা যায়, এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খ্যাতে ৮ কোটি ৯০ লাখ ও টিআর প্রকল্পের ৮০ লাখ টাকা’সহ মোট ৯ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। ব্যয় হিসেবে পৌরভবনের জন্য জমি ক্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন’সহ বিভিন্ন খ্যাত উল্লেখ করা হয়েছে। ব্যায়ের খ্যাতগুলোর মধ্যে সর্বোচ্চ বাজেট ২ কোটি টাকা ধরা হয়েছে কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পে। পাশাপাশি বিবিধ ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। আর সর্বোচ্চ আয় ৩ কোটি ৬৭ হাজার টাকা দেখানো হয়েছে রাজস্ব আদায় থেকে।
এদিকে এবারের বাজেটি গত বছরের তুলনায় প্রায় চারগুণ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে ৩৭ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৬৮৬ টাকা বাজেট ঘোষণা করা হয়ে ছিল। তবে গত বছরে বিলাসী বাজেট ঘোষণা করা হলেও মোট আয় হয়ে ছিল মাত্র প্রায় ৬ কোটি টাকা।
বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।