সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় খালে পড়ে পানিতে ডুবে রুহান (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহান উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার ছেলে। সে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় রুহান। পথে একটি খাল পার হওয়ার সময় হঠাৎ পানির প্রবল স্রোতে ভেসে যায় সে। এরপর স্থানীয়রা দুই ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, “শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”