বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন শাখার উদ্যোগে সাদাল বাজারে ৩০ জুন এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট আলেমে দীন মাওলানা মোঃ শেখ আবু ইউসুফ। তিনি বলেন,
“ইসলামী রাজনীতি কোন ব্যক্তি বা দলের নয়, এটি একটি আদর্শিক সংগ্রাম। জনগণের দোড়গোড়ায় ইসলামের শান্তিপূর্ণ বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামীর নির্বাচনে জনগণ ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব চায় আর সে নেতৃত্ব দিতে জামায়াত প্রস্তুত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা জামায়াতের নায়েবে আমির জনাব হাফেজ মাওলানা মোঃআশরাফ আলী যিনি বলেন,
রাজনৈতিক ষড়যন্ত্র ও বাধার মাঝেও জামায়াতের প্রতিটি কর্মী আজ সাহসিকতার সাথে মাঠে আছে। আগামী নির্বাচনে জনগণের অধিকার রক্ষায় জামায়াতই হতে পারে একটি নিরাপদ বিকল্প।
সমাবেশে সভাপতিত্ব করেন ভান্ডারকোট ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি জনাব মোঃ নাইম মোল্লা এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি জনাব মোঃ একরামুল হক।
কর্মীদের প্রতি দিকনির্দেশনা:
বটিয়াঘাটা উপজেলার জামাতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার জনাব মোঃ আব্দুল হাই বিশ্বাস
সমাবেশে নেতৃবৃন্দ ভোটের মাঠে সংগঠিতভাবে কাজ করার জন্য যেসব দিকনির্দেশনা প্রদান করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
ভোটারদের ঘরে ঘরে গিয়ে ইসলামী মূল্যবোধের আলোকে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া।
সামাজিক কাজ ও জনসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা।
শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ নির্বাচনী প্রচারণা নিশ্চিত করা।
সকল ষড়যন্ত্র মোকাবেলায় কৌশলী ও ধৈর্যশীল ভূমিকা রাখা।
নতুন প্রজন্মের মাঝে ইসলামী রাজনীতির গুরুত্ব তুলে ধরা।
নেতৃবৃন্দ আরও বলেন, “ভোট শুধু সংখ্যা নয়—এটি আদর্শের লড়াই। যদি আমরা সংগঠিত হই, জনগণের আস্থা অর্জন করি, তাহলে ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।
সমাবেশ শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।