কলমেঃ মোহাম্মদ শাহাদত হোসাইন
যখন দিনশেষে রাত চলে আসে
তখন নিশির আধারে একা একা বসে,
আপনার সান্নিধ্যের আশায়
চোখের জল ফেলি দু’হাত তুলে,
নীরব নিরালায় আধারের কালোয়।
আপনার সান্নিধ্য আমার একান্তই কাম্য
যখন দুনিয়ার কাউকে কাছে না পাই ,
তখনি আপনি আমার কাছের কেউ।
যখন কোনো বিপদ গ্রস্থ হয়ে
এদিক সেদিক ছোটা-ছুটি করি,
কোথাও কোনো আশার আভা দেখতে না পাই
তখন একমাত্র-ই আপনি আমার শেষ ভরসা।
ইয়া! আল্লাহ
আপনি আমাকে, আমাদের সকল গুনাহের
পাহাড় সরিয়ে নেক আমলে ভরিয়ে দিন।
আর আপনার কালিমার উছিলায়/বদৌলতে
আট জান্নাতের মেহমান বানিয়ে দিন।
আমিন, ছুম্মা আমিন।।