মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ
শ্যামনগর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ০৪ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা সহ ০২ জন আসামী গ্রেপ্তার
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিররুল ইসলাম মহোদয় স্যারের দিক নির্দেশনায় জনাব মোঃ হুমায়ূন করিব মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে ০২/০৭/২০২৫ রাত্র ২৩.৩০ ঘটিকার সময় এসআই(নিঃ) মোহাম্মাদ বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে শ্যামনগর থানাধীন আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী ওয়াপদা রোডস্থ জনৈক সাঈদ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ০৪ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৫০গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ রনি(২১) পিতা-মোঃ কামরুল ইসলাম, মাতা-রেহানা খাতুন, সাং-পশ্চিম বিড়ালক্ষী, ২। শান্ত মন্ডল(২০) পিতা-মৃত বাবু মন্ডল, মাতা-শিলা রানী, সাং-নকিপুর (জমিদার বাড়ির পাশে) উভয়থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদ্বয় কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং-০৭ তারিখ-০৩/০৭/২০২৫; ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ৩৬(১) সারণির ১০(ক)/ ১৯(ক); দায়ের করে আসামীদ্বয় কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।