শামিম হোসেন (ইভান)
স্নিগ্ধতার মাঝে হারিয়ে,
প্রকৃতির মায়ায় একটু এগিয়ে,
অনেকক্ষণ যাবৎ আছি দাঁড়িয়ে।
অপেক্ষা নয়, এ যেন সৌন্দর্য উপভোগ,
প্রাকৃতিক দৃশ্য দেখে দূর হয়ে যায় মনের যত রোগ।
সুস্নিগ্ধ হাওয়ার মাঝে,
পাখিদের কিচিরমিচি ডাক চলে সকাল থেকে সাঁঝে।
সবুজ গাছপালার সৌন্দর্যে ঘেরা পরিবেশে,
মাধুর্যতা যেন প্রকৃতিতে থাকে ভেসে।
চারিদিকে ফুটে হরেক রকম ফুল,
পরিবেশ যেন হয়ে ওঠে ব্যাকুল।
বাংলার প্রকৃতির রূপ অনেক সুন্দর ,
দেখে ভরে ওঠে আমাদের অন্তর।
কবিতা, প্রবন্ধ বা উপন্যাস,
এগুলোতেও লেখা প্রকৃতির শোভন সম্পর্কে, প্রসংসা রয়েছে একরাশ।
(সংক্ষেপিত)