মোঃ আবু মিয়া, নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারে আজকের জনকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ হোসাইন ছানু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জগন্নাথপুর উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল কাহার, জগন্নাথপুর উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জাহিদ হাসান ও জগন্নাথপুর উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ পারভেজ খান সহ জগন্নাথপুর সাংবাদিক ঐক্য পরিষদের সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় বনফুল এন্ড কোং মিরপুর বাজার শাখায় আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, দেশপ্রেমিক সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানুকে জগন্নাথপুর উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখায় আজকের জনকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ হোসাইন ছানু জগন্নাথপুর উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আলোকিত সমাজ গঠনে জাতির কান্ডারী সাংবাদিকদের সঠিক কর্মতৎপরতা খুবই জরুরি।