নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার ঝাউডাঙ্গার গুণী শিল্পী সবুজ তরফদার
দেশে মহামারী শুরু হলে সবাই যখন গৃহবন্দী হয়ে পড়েন তখন মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন মানুষ লেখালেখির মাধ্যমে নিজেকে প্রকাশ করার চেষ্টা করেন। তখন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস মানুষকে সচেতন করার জন্য প্রতিদিন গান,কবিতা লিখে facebook youtube এর মাধ্যমে প্রকাশ করেন। তখন এই গুণী শিল্পীর ফেসবুকের মাধ্যমে খুলনা আর্ট একাডেমির পরিবারের পরিচয় ঘটে। তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার সম্পর্কে জানার চেষ্টা করেন। তার শিল্প সাধনা চর্চা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ২০০৮ সালে থেকে শিল্প সাধনার পিছনে নিজেকে যুক্ত করি। তার এই শিল্প সাধনার পিছনে কাদের সহযোগিতা আছে এ কথা জানতে চাইলে তিনি বলেন আমার পিতামাতা সব সময় আমাকে সহযোগিতা করেন। তার পিতা সঙ্গীতশিল্পী অরুণ চন্দ্র তরফদার এবং মাতা তুলসি রানী তরফদার। তাদেরকে ধন্যবাদ জানায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস কারণ পিতা-মাতা সাপোর্ট না দিলে সবুজ তরফদার অভিনন্দন ও অল্প বয়সে একজন স্বনামধন্য গুণী শিল্পী হয়ে উঠতে পারতেন না। তাই মিলন বিশ্বাস বলেন প্রত্যেক পিতা মাতার সহযোগিতা করা উচিৎ।তার বর্তমান বয়স ২৬বছর। সে শুধু একজন শিল্পী নয় পড়াশোনাও করে যাচ্ছেন পিতা-মাতার আশীর্বাদে।এবছর স্নাতকোত্তর অর্জন করেছেন।পাশাপাশি সংগীত সাধনার সময়কাল :২০০৮-বর্তমান চলমান ।সংগীত সাধনা করেন তিনি লোকগীতি হৃদয়ে ধারণ করে শিল্পচর্চা করেন। মিলন বিশ্বাস বলেন এই অল্প বয়সে শিল্পী তার পিতা-মাতার আশীর্বাদে শিল্প সাধনায় সফল হয়েছে। মিলন বিশ্বাসের একাধিক লেখা সুর করে প্রাণবন্ত করেছেন।তার এই প্রচেষ্টায় আজ সফল হয়ে সংগীত শিল্পী হিসাবে গুণীজন সম্মাননা স্মারক গ্রহণ করেন বিদ্রোহী নজরুল একাডেমী, খুলনা । ওখান থেকে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে দেখা করতে আসলে মিলন বিশ্বাস ও সহকারী পরিচালক শিলা বিশ্বাস তার প্রতিকৃতি তুলে দেন সবুজ তরফদারের হাতে। এ সময় উপস্থিত ছিলেন আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু, সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মোঃ রহমত আলী, খুলনা আর্ট একাডেমির হ্যান্ড রাইটিং শিক্ষক ধনঞ্জয় রায়, কবি অঞ্জন রায় কৃষ্ণ, চিত্রশিল্পী সুস্মিতা মন্ডল, কবি জিৎ মন্ডল। ছবিটি হাতে দিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন তোমার সঙ্গীত সাধনা সফল হোক এমন আশীর্বাদ করি। এ সময় সবুজ তরফদার মিলন বিশ্বাসের পায়ে হাত দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন এবং ছবিটি হাতে পেয়ে অত্যন্ত খুশি হয়ে অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অতিথিরা সবাই সঙ্গীত চর্চা নিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে সুন্দর শুভক্ষণের পরিসমাপ্তি ঘটে।