আকিক শাহরিয়ার
সুনামগঞ্জ প্রতিনিধি
সন্ত্রাসী ছমির (৩২) গ্রাম সদরঘড়, সুনামগঞ্জ সদর। সে ফোন কলে মেধাবী ছাত্র সালমান কে নতুন মোবাইল ফোন কিনে দিবে বলে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় ওয়েজখালী হয়ে সুরমা নদীর পশ্চিম পাড়ে উচ্চগ্রামে। উচ্চগ্রাম টি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অন্তর্গত। উচ্চগ্রামে অভিনব কৌশলে হাসি আনন্দ উল্লাসে নীরব স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে সুযোগ বুঝে
ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে এলোপাতাড়ি কোপ – দেয়। দাঁড়ালো চাক্কু দিয়ে বেশ কয়েকটি আঘাত করে। ঘাতক ছমির ভয়াবহ এক হত্যাচেষ্টায় ঘটনা ঘটিয়েছে। গত ২৭ জুন রাত ৯টার দিকে সদর এলাকার উচ্চগ্রামে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় সালমান দৌড়ে স্থানীয় একটি দোকানে আশ্রয় নেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে সালমানকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ০৩/০৭/২০২৫ ইং দুপুর ১২ ঘটিকায় স্থানীয় আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয় জানী গাঁও সুনামগঞ্জ সদর এর সামনে মানববন্ধন করে এলাকাবাসী ও অত্র বিদ্যালয়ের সাবেক বর্তমানে শিক্ষার্থীরা।
এবং দুপুর ২:০০ ঘটিকায় জেলা শহর ট্রাফিক পয়েন্টেও মানববন্ধন করেছে সচেতন নাগরিকবৃন্দ। মানববন্ধনকারীরা বিভিন্ন স্লোগানে উত্তপ্ত করেছে জেলা শহর। বক্তারা বক্তব্যে আলটিমেটাম দিয়েছে ২৪ ঘন্টার মধ্যে ঘাতক ছমিরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক কর্মী একরামুল হক সেলিম, শাহরিয়ার আকিক, লক্ষনশ্রী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ রাসেল, ভিকটিমের চাচা আমিনুল ইসলাম আমিন, ইমরান, মারুফ, রুবেল, ফাহিম, ইব্রাহিম, সিয়াম, নাহিয়ান, দুর্জয়, রিয়াজ, সোহাগ, পাবেল, রুবেল, জাকারিয়া, সাজিদসহ অত্র বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভিকটিমের পরিবার এবং এলাকাবাসীরা।
এলাকাবাসীরা আরো বলেন আমরা প্রশাসন কে বার্তা দিতে চাই আপনারা যদি ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী ছমির কে গ্রেফতার না করেন । আমরা কঠিন কর্মসূচির ডাক দেব ।