কবিঃ অ্যাডভোকেট ফাতেমা খাতুন ( কার্যকরী সদস্য, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি)
কালো কোট আর সাদা মুখ,
আদালতে দৃঢ় সুখ।
ন্যায়ের পথে লড়াই চলে,
অন্যায়ের ঠাঁই না মেলে।
প্রমাণ খুঁজি যুক্তি গাঁথি,
সব সময় সত্যের সাথী।
নির্দোষকে রক্ষা করি,
ন্যায়ের পথে সত্য ভরি।
মানুষ যদি অন্যায় ভোলে,
আইন তখন পাশে চলে।
বিচার হবে, ন্যায় হবে,
শান্তি ফিরে দেশে রবে।