নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলা পলাশ উপজেলা চরসিন্দুর ইউনিয়ন চরসিন্দুর গ্রামের উসমান মোল্লার প্রতিবন্ধী সন্তান খলিলের জমি জবরদখল করার চেষ্টা করছে তারই আপন চাচা মৃত সাফিজ উদ্দিনের ছেলে হানিফ মোল্লা।
সূত্রে জানাযায়, মৃত সাফিজ উদ্দিন তার চার ছেলে ও এক মেয়ে রেখে মৃত্যবরণ করলে সন্তানরা তাদের পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা না করেই ভোগদখল করে আসছে। এই সুযোগে বড় ভাই দাগে দাগে নাম বসিয়ে নিজে সম্পত্তির সিংহভাগই বিক্রি করে ছোটভাই উসমান মোল্লার প্রতিবন্ধী ছেলে খলিল মোল্লার জমি জবরদখল করে ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। শুধু তা-ই নয় উসমান মোল্লার ক্রয়কৃত জমি জবরদখল করে রাখছে।
এ বিষয়ে একাধিক সালিশ দরবার হলে দরবারীরা হানিফ মোল্লাকে তার ছোট ভাইয়ের প্রতিবন্ধী ছেলে খলিল মোল্লার জায়গা ছেড়ে দেওয়ার পক্ষে রায় দেয়। কিন্তু হানিফ মোল্লা দরবার মানলেও জায়গার ছেড়ে দিতে রাজি না।
প্রতিবন্ধী খলিল মোল্লা বলেন, আমার চাচা হানিফ মোল্লা আমার পৈতিক সম্পত্তি জবরদখল করে রাখায় আমরা মামার বাড়ি দক্ষিণ পারুলিয়ায় বসবাস করে আসছি। গত আওয়ামী লীগের আমলে আমার পিতা তার পৈত্রিক সম্পত্তি ও ক্রয় কৃত সম্পত্তিতে বসবাস করার জন্য এলাকায় দরবার ডাকলে তখনকার কতিপয় আওয়ামী লীগ নেতারা হানিফ মোল্লার পক্ষের হয়ে আমার পিতা কে মারধর করে। গত ৫ আগস্ট এর পর সরকার পরিবর্তন হলে আমি আমার পৈত্রিক সম্পত্তি দেখতে গেলে চাচা হানিফ মোল্লা আমাকে মারতে আসে। তখন আমার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং আমি প্রাণে রক্ষা পাই। আমি ন্যায় বিচারের আশায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে গেলে তারা সালিশ দরবার করে চাচাকে আমার সম্পত্তি ছেড়ে দেওয়ার পক্ষে রায় দেয়। আমি এই আশ্বাস পেয়ে আমার সম্পত্তিতে যাই কিন্তু হানিফ মোল্লা পূর্বের ন্যায় আমাকে আবারও মারতে আসে। আমি নিরুপায় হয়ে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করি, অভিযোগে -১। হানিফা মোল্লা (৫৯) পিতা-মৃত সাফিজ উদ্দিন, ২। এসএম মোল্লা (৩৫) পিতা-হানিফা মোল্লা, ৩। জায়েদা (৫৫) স্বামী-হানিফা মোল্লা, সর্ব সাং-চরসিন্দুর, থানা-পলাশ জেলা-নরসিংদী।
এ বিষয়ে হানিফ মোল্লা বলেন, আমার পৈত্রিক সম্পত্তি বিক্রি করার পরেও আমার সামান্য কিছু সম্পত্তি থাকতে পারে তাই আমি এখানে ঘর নির্মাণ করে বসবাস করছি।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, হানিফ মোল্লা লোভী মানুষ সে তার আপন ভাইদের ও একমাত্র বোনের সম্প্রতি জবরদখল করে রাখছে এমনকি তাদের সম্পত্তি দাগে দাগে নাম বসিয়ে কোম্পানির কাছে বিক্রি করে দিছে। বর্তমানে তার আপন ভাই বোনের সম্পত্তি কোম্পানির দখলে এ বিষয়ে একাধিক সালিশ হলেও হানিফ মোল্লা জমি ছাড়তে রাজি না।