সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ১- আসনের জন নন্দিত, মাটি ও মানুষের নেতা হাওরাঞ্চলের নিবিদত প্রান, অসহায় মানুষের একমাত্র আস্থা জননেতা রশীদ আহমদ।
সুনামগঞ্জ-১ আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. গ্রুপ) ১২ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তের মনোনয়ন প্রত্যাশী জামালগঞ্জ উপজেলার কৃতিসন্তান, জমিয়তের সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা শাখা, চেয়ারম্যান জামালগঞ্জ উপজেলা বহুমুখী জনকল্যাণ ট্রাষ্ট, সুনামগঞ্জ, অধ্যক্ষ খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা জামালগঞ্জ, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ জামালগঞ্জ। সুনামগঞ্জ ১ আসনে রশীদ আহমদকে এমপি হিসাবে দেখতে চান জামালগঞ্জ উপজেলাবাসী।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ(মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. গ্রুপ) মনোনয়ন প্রত্যাশী।
সুনামগঞ্জ ১- আসন (২২৪) তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সর্বস্তরের জণগণকে নিয়ে কাজ করতে চান তিনি।
সাধারণ মানুষের মতমত ভিত্তিতে জানাযায়, রশীদ আহমদ সামাজিক, রাজনৈতিক ও গণ যোগাযোগ মাধ্যমে তিনি তৃণমূল নেতা কর্মীদের অসংখ্য ভালবাসা, দোয়া ও আশির্বাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তার পক্ষে ৪ উপজেলায় দিনরাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী, ভক্ত-ও শুভাকাঙ্খিরা।
হাজার হাজার নর নারীর ভালোবাসায় সিক্ত হচ্ছেন রশীদ আহমদ। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ আসনের আপামর জনতার একমাত্র পছন্দ এমপি’প্রার্থী জননেতা রশীদ আহমদ।
বিভিন্ন সুত্র মোতাবেক জানাযায়, জনপ্রিয়তার দিক থেকে মাঠ জরিপে রশীদ আহমদ এগিয়ে রয়েছেন।
রশীদ আহমদের আন্তরিকতা,মেধা ও রাজনৈতিক প্রজ্ঞাসহ রাজপথে বলিয়ান নেতৃত্ব দিয়ে কাজ করে আসছেন। সুনামগঞ্জ -১ আসন
কে জমিয়তের একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলতে চান তিনি।
সুনামগঞ্জ-১ আসনের চারটি উপজেলাই বন্যা কবলিত এলাকা।
প্রাকৃতিক দুযোগ হলেই ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে আসেন রশীদ আহমদ।
ওই সময় সুনামগঞ্জ ১ আসনের ৪টি উপজেলাতেই তিনি একজন জনদরদী ও জননেতা খেতাব পেয়েছিলেন। তার একমাত্র চিন্তা,চেতনা সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা তার একমাত্র স্বপ্ন।
সুনামগঞ্জ -১ আসনের মানুষের কাছে তিনি একজন নিঃস্বার্থবান এবং ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
তাকে নিয়ে জামালগঞ্জ উপজেলার মানুষ স্বপ্ন দেখেন, ৬০% মানুষ। রশীদ আহমদ জমিয়ত থেকে মনোনয়ন পেয়ে এমপি’ নির্বাচিত হলে সরকারি সকল বরাদ্দ সাধারণ মানুষের মাঝে সুষম বন্টন নিশ্চিত হবে। সুশাসন বৃদ্ধিপাবে, উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে এই জামালগঞ্জ উপজেলা সহ আরও তিনটি উপজেলার রাস্তাঘাট, স্কুল,কলেজ সহ অবকাঠামো।
স্থানীয়দের মতে রশীদ আহমদ এমপি নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনে বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত একটি স্মার্ট জামালগঞ্জ উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে। উন্নয়নের জোয়ারে ভাসবে জামালগঞ্জ উপজেবাসী।
সুনামগঞ্জ ১- (আসনে)আগামী নির্বাচনে এমপি প্রার্থী হওয়া প্রসঙ্গে রশীদ আহমদ বলেন, আমি দীর্ঘদিন ধরে জমিয়তের রাজনীতির সঙ্গে জড়িত আছি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. গ্রুপ)
বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে ১২ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়ত।
সুনামগঞ্জ ১- আসনের আমার প্রিয় ৪টি উপজেলাবাসী জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার মানুষের অনেক দিনের স্বপ্ন, আশা ও আকাঙ্খা পূরণ করতে চাই। আমি টাকার জন্য রাজনিতী করিনা, অবৈধ ব্যবসা করার জন্য রাজনিতী করিনা, আমি সাধারণ মানুষের ভালবাসা ও অনুপ্রাণিত হয়ে, দেশ ও জনগণের জন্য রাজনিতি করি।
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ১১/৭/২৫