সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-১ আসনের জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনয়ন প্রত্যাশী মু. রশিদ আহমদকে এমপি হিসেবে দেখতে চান। গত ১২ জুলাই শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশ নিতে রেলপথে ঢাকা যাত্রাকালে ১১ জুলাই শুক্রবার ধর্মপাশা বাজার মসজিদে ধর্মপাশা উপজেলা জমিয়ত নেতৃবৃন্দের সাথে তাৎক্ষণিক এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার উপস্থিত নেতৃবৃন্দ ঐকমত্য পোষণ করে বলেন যে, আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ তথা জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর(২২৪) আসনে জমিয়ত ও ১২ দলীয় জোট মনোনীত এবং যুগপৎ আন্দোলনের প্রধান বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক নন্দিত ভাইস চেয়ারম্যান, খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম জননেতা জনাব মু. রশীদ আহমদকে এমপি হিসেবে দেখতে চাই।
তাৎক্ষণিক বৈঠকে যারা উপস্থিত ছিলেন: ধর্মপাশা জমিয়তের সভাপতি মাওলানা মুফতি আজিজুর রহমান হাকিমী, সহসভাপতি হাফিজ ফজলুর রহমান, হাফিজ আলী আহমদ, মাওলানা ওয়াজ উদ্দিন, হাজি রিয়াজ উদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মজুমদার,সাংগঠনিক সম্পাদক হাফিজ আনোয়ার হোসাইন রাসেল, সহসাধারন সম্পাদক মুফতি আতিক হাসান, হাফিজ আব্দুল সাব্বির বিলাল, মাওলানা নিজাম উদ্দীন, হাফিজ নোমান আকন্দ, হাফিজ শরীফ মীর্জা, যুব জমিয়তের আহ্বায়ক হাফিজ রঈস উদ্দিন, ছাত্র জমিয়তের আহ্বায়ক হাফিজ মাওলানা নোমান আহমদ, হাফিজ নিজাম উদ্দীন,মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা মারুফ হাসান,আরিফ আহমদ, হাফিজ মাহমুদুল হাসান প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ(মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ.) বিএনপির দীর্ঘদিনের মিত্র। স্বৈরাচার পতনে দুটি দল কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। আগামীতে এই মিত্রাকে আরো সুদৃঢ় করতে একে-অপরের সম্পূরক হয়ে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। তাই আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমাদের জোর দাবি হচ্ছে কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক নন্দিত ভাইস চেয়ারম্যান জননেতা মুু. রশীদ আহমদকে সুনামগঞ্জ ০১ আসনে যেন মনোনয়ন দেয়া হয়।