খুলনা অফিস:
সম্প্রীতি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল নগরীর নিরালা মোড় সংলগ্ন শের-ই-বাংলা রোড বাইলেনস্থ বীরমুক্তিযোদ্ধা আমির খসরু শিশু শিক্ষা নিকেতন প্রাঙ্গনে নারকেলের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী, নাগরিক নেতা অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ চারা বিতরণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদা পারভীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কবি রূহুল আমিন সিদ্দিকী, মোঃ সাবির খান, অধ্যক্ষ সাজেদা ইসলাম, কবি বদিউল আলম চৌধুরী, সন্ধীপ কুমার ঘোষ, ফিরোজা পারভীন, মেহবুব মল্লিক, কল্পনা দাস, দিলরুবা ইয়াসমিন কলি, খান সাব্বির হাসান অনিক, কামরুল হাসান মৃধা, মিসেস লিজা, তাসফিয়াহ মেহনাজ, তাসনিম প্রভা, ইতি সরকার প্রমুখ। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ করে বর্ষ মৌসুমে সামর্থ অনুযায়ী সকলকে বৃক্ষ রোপণ, পরিচর্যা এবং রক্ষণাবেক্ষনের আহ্বান জানান।