বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

ভারতের কলকাতা ও মেদিনীপুরের দরবার শরীফে আলা হুজুরের ১৬২ তম বাৎসরিক উরস মোবারক

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২৩ Time View

 

সংবাদদাতা: ভারত

কলকাতা: উপমহাদেশের মহান তাপস সৈয়েদোনা হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরি যিনি আলা হুজুর’ নামে সমধিক প্রসিদ্ধ তাঁর ১৬২ তম বাৎসরিক উরস শরীফ তাঁরই প্রপৌত্র দরবার শরীফ এ কাদেরিয়া কলকাতা ও মেদিনীপুর খানকাহ শরিফে এ কাদেরিয়া মেহরিয়ার সাজ্জাদানশীন ও গদ্দিনশীন পীরসাহেব হযরত মওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আল কাদেরির তত্ত্বাবধানে ১৬ই মহরম ( ১১ই জুলাই) শুক্রবার দিবাগত রাত্রে দরবার শরীফ কলকাতায় (২২ মফিদুল ইসলাম লেন, কলকাতা -৭০০০১৪) মহা সাড়ম্বরে উদযাপিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও শিষ্য অনুষ্ঠানে যোগদান করে।
প্রসঙ্গত উল্লেখ্য আলা হুজুরের পিতা ও পিতামহ সুদূর বাগদাদ (ইরাক) থেকে ১১৮০ হিজরী ইংরাজি ১৭৬৫ খ্রিস্টাব্দে ভারতবর্ষে আগমণ করেন। তিনি ইসলামের মহান পয়গম্বর হজরত মুহাম্মদ (সা:) এর ৩১ তম ও কাদেরিয়া তরীকার জনক হজরত গওসুল আজমের ১৮ তম প্রত্যক্ষ বংশধর ছিলেন। বর্তমান পীরসাহেব পিতা ও মাতা উভয় দিক থেকেই আলা হুজুরের বংশধর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার সংসদ ও পশ্চিমবঙ্গ হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান, অন্যান্য বিশিষ্ঠ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ও বিধায়ক, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মহঃ আব্দুল গনি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মীর দারাশেকো, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দিন, কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দ নাসির হোসেন, কলকাতা তালতলা খানকাহ শরিফের পীরসাহেব হজরত সৈয়দ শাহ ফাদিল ইরশাদ রাশুদ আলী আলকাদেরী, মেদিনীপুর রওজা এ আকদাসের পীরসাহেব সৈয়দ মুতারাশশেদ আলী শিবীল আল কাদেরী, বাসুবাটি দরবার শরীফের পীরজাদা সৈয়দ তাহফিমুল ইসলাম, পীরজাদা সৈয়দ মাজহারুল হক, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ জিয়াউল কাদের, সংবাদ কাদেরী টাইমস এর এডিটর সৈয়দ মিনহাজ হুসেন আলহুসেনি, সমাজ সেবি সালমান রাজ, সৈয়দ আতাউল বারি প্রমূখ।

আলা হুজুরের ১৬২ তম বাৎসরিক উরস উৎসব উপলক্ষে সাম্প্রদায়ীক সম্প্রিতী শান্তি ও জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সমস্ত অতিথিবর্গ তাদের বক্তব্যে আলা হুজুরের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

পবিত্র এই অনুষ্ঠানের সুচনা করেন পীরজাদা সৈয়দ মামুন মুরশেদ আলকাদেরী, অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরবার শরীফ কলকাতা ও মেদিনীপুর খানকাহ শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা মওলানা অধ্যাপক ড. সৈয়দ মুস্তাফা মুরশেদ জামাল শাহ আল কাদেরী বিভাগীয় প্রধান- আরবি বিভাগ, মওলানা আজাদ কলেজ কলকাতা। তিনি তাঁর বক্তব্যে আলা হুজুরের
সুমহান জীবনাদর্শের উপর আলোকপাত করেন। অন্যান্য দের মধ্যে মওলানা বাকিবিল্লা রিজভী কাদেরী, মওলানা নূর মোহাম্মদ কাদেরী, মওলানা কামরান হুসেন, মওলানা মনিরুল ইসলাম কাদেরী প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে পীরসাহেব উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান, মানব কল্যান ও বিশ্ব শান্তির জন্য ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন, তাঁর বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102