গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।
১৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জুবায়ের আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এসএসসি ২০২৫ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে রতন কুমার অধিকারী বলেন প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সংবর্ধনা তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের স্বীকৃতি। কারণ তোমাদের মধ্যে আমি আগামীর নেতৃত্ব দেখতে পাই। এই অর্জন হোক ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। নিজেদের উপর বিশ্বাস রাখো, নিয়মিত শেখো, এবং সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাও। তোমাদের জন্য রইল শুভকামনা ও ভালোবাসা।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রনেতা তানভির মাহমুদ রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীর গাঁও কলেজের প্রভাষক জাহিদ আহমদ, গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুর রহমান, এডভোকেট জেবুন নাহার সেলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, গোয়াইনঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, গোয়াইনঘাট পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম সহিদুল ইসলাম, গোয়াইনঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমরান, ছাত্রনেতা মাজহারুল আজহার জুনেদ, সদর ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম,আনিসুর রহমান সহ সদর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের শিক্ষার্থীবৃন্দ।