বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
আগামী ১৯ শে জুলাই ২০২৫ তারিখ: ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম এবং গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচার অভিযান পরিচালিত হয়। জামায়াত নেতৃবৃন্দ এসময় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানান।
প্রচারণায় নেতৃত্ব দেন বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির খুলনা ১ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ শেখ আবু ইউসুফ ও শীর্ষ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা জামাতের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিশ্বাস,৫ নং ভান্ডারকোট ইউনিয়ন জামায়াতের সভাপতি,মাওলানা মোঃ মিলন শেখ,সেক্রেটারি মোঃ একরামুল হক,সহ-সভাপতি মোঃ নাঈম মোল্লা ও ১ নং ওয়ার্ল্ড জামাতের সভাপতি মোঃ খোকন শেখ ভান্ডারকোট ইউনিট জামাত সভাপতি মোঃজসিম সরদার,২ নং ওয়ার্ড জামাতের সভাপতি মোঃ রেজাউল শেখ,জামাত নেতা হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন,এম এম রেজওয়ান শেখ, অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। নেতারা বলেন, “দেশের জনগণের ভোটাধিকার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলন চলবে শান্তিপূর্ণভাবে। ঢাকার সমাবেশ হবে গণমানুষের অধিকারের পক্ষে এক দৃপ্ত উচ্চারণ।”
এসময় সমাবেশে অংশগ্রহণে আগ্রহীদের জন্য যাতায়াত ও অন্যান্য প্রস্তুতির বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।