নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে অসহায় এক পরিবারের জোরপূর্বক জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
গত সোমবার ১৬ই জুন মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নে দাইরের পাড় গ্রামের মতিউর রহমানের পরিবারের উপর এই ঘটনা ঘটে।
এই গ্রামের আব্দুল মান্নানের পুত্র আজিজুল হক, হাফিজ উদ্দিন এর পুত্র খলিল মিয়া ,আব্দুল রহিমের পুত্র সুরুজ মিয়া, আজিজুল হকের পুত্র মাহমুদুল, আজিজুল হকের স্ত্রী মাহমুদা সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন মিলে প্রকাশ্য দিবালোকে উক্ত ঘটনা ঘটিয়েছে। এতে অনুমান এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় মনোহরদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী মৃত ইসমতের পুত্র মতিউর রহমান জানান, মনোহরদী উপজেলার লেবুতলার মৌজা দাইরের পাড় আরএস খতিয়ান ৮৮,৬০,৫৭ দাগ ৪২৮,৫২৭,৫৩৫ জমির পরিমাণ ৯০ শতাংশ। তাফসিল বর্ণিত সম্পত্তি যাহা আমার বাবা মৃত ইসমত আলীর নিকট হতে সম্পত্তি অংশীদার হয়ে আমার নামে রেকর্ড করাইয়া প্রায় ৩০ বছর যাবত ভোগদখল করে আসতেছি। হঠাৎ গত সোমবার ঐ দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোমবার সকালে (১৬ই জুন) আমার দখলকৃত সম্পত্তিতে বিভিন্ন ফলজবৃক্ষ কর্তন সহ জমির দখল করছে। শুধু জবরদখল নয় তারা সব সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করে আমাকে ও আমার পরিবারকে প্রাণে মেরে ফেলার জন্য।
তিনি আরো জানান,এই ব্যাপারে আমি স্থানীয় গণ্যমান্য, মনোহরদী থানা,নরসিংদীর কোট,মনোহরদী নির্বাহী অফিসারের দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছি না। তিনি এই ব্যাপারে নরসিংদীর প্রশাসন সহ আইনশৃঙ্খলার সহযোগিতা কামনা করছেন।
এই বিষয়ে মনোদী মডেল থানার তদন্ত কর্মকর্তা এ এস আই এমদাৎ বলেন ,আজিজুল, খলিল, সুরুজ, মাহমুদুল ও মাহমুদা তারা খারাপ লোক। তাদেরকে থানায় আসার জন্য বলে ছিলাম তারা আসে নেই।