সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগর থানা,সুনামগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য (গাঁজা)সহ ০১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান এর দিক নির্দেশনায় এসআই/ নাজমুল ইসলাম ,এএসআই/শাহ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মধ্যনগর থানাধীন ০৩নং চামরদানী ইউনিয়নের জলুষা গ্ৰাম থেকে মাদকদ্রব্য(গাঁজা) ৫২০ গ্রাম(পাঁচশত বিশ গ্রাম/আঁধা কেজি বিশ গ্রাম) ও মাদক বিক্রির ৮০০টাকা সহ নুরুল হক(৬০)নামে একজন কে গ্ৰেফতার করা হয়েছে। ৫২০ গ্ৰাম গাঁজার আনুমানিক বাজার মূল্য ১০৫০০ টাকা।
গ্ৰেফতার মাদক ব্যবসায়ী জলুষা গ্ৰামের মৃত শহর আলীর পুত্র নুরুল হক।
গত রাত ০০.৪৫ ঘটিকায় গ্রেফতার করিয়া থানায় হাজির হইয়া এসআই/নাজমুল ইসলাম বাদী হইয়া এজাহার দায়ের করিলে মধ্যনগর থানার মামলা নং-০৬তাং-১৮/০৭/২০২৫খ্রিঃ,ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর১৯(ক) রুজু করিয়া এসআই/মোঃ হামিদুর রহমান এর উপর মামলার তদন্তভার অর্পন করা হয়।আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।