কলমেঃ রেবেকা আক্তার
হঠাৎ আকাশ ভেদ করে এলো আগুনের ঝড়,
নিস্তব্ধ ধ্বংসস্তূপে থেমে গেলো কণ্ঠস্বর।
ধোঁয়ার ঘনঘটা পোড়া গন্ধে ভরে গেল চারপাশ,
বিধ্বস্ত বিমানে জ্বলেপুড়ে থেমে গেলো নিশ্বাস।
এ যেন বিমান নয়, আগুনের রক্তিম ডানা,
মাইলস্টোনের ছাদে দিলো বিভীষিকা হানা।
ধোঁয়ার রাজ্যে হারিয়ে গেলো নিষ্পাপ প্রাণ,
নিভে গেলো প্রদীপ, থেমে গেলো জীবনের গান।
এ কেমন মৃত্যু? কে নেবে এ যন্ত্রণার হিসাবের ভার,
আকাশ-বাতাস ভারী যেন অবুঝ শিশুর চিৎকার।
এই মাটি আজ কাঁদছে, এই আকাশ আজ অপরাধী,
আমরা যে নীরব দর্শক হয়ে শুধু দুহাত তুলে কাঁদি।
এই যন্ত্রণার ভাষা নেই, নেই সান্ত্বনার পরিমাপ,
বেদনার ভারে বুকে দোলা দেয় নিভৃত চাপ।
একটি বিমান যেন নিয়ে গেলো সব আশা,
রয়ে গেলো কেবল ধোঁয়া আর নির্বাক ভাষা।