ডেস্ক রিপোর্ট
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের আলোচিত ও কুখ্যাত সন্ত্রাসী মোঃ আব্দুন নূর (৪৫) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাস ও ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গেছে ।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ২০ জুলাই শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর পাঠানটুলা পল্লবী আবাসিক এলাকায় অবস্থিত তার ভাই আব্দুস সালামের বাসার সামনের রাস্তায় অবস্থানকালীন সময়ে তাকে গ্রেফতার করে ।
অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই লোকমান হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ।
গ্রেফতারকৃত পলাতক আসামী আব্দুন নূর জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কান্দারগাঁও গ্রামের মৃত তবারক আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অপরাধ কর্মকান্ড, ষড়যন্ত্র ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলো।
এলাকাবাসীর মতে, তিনি ছিলেন এলাকার একজন “ফিতনা সৃষ্টিকারী” ও “সামাজিক বিষবাষ্পের” মতো মানুষ।
তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও হুমকিসহ জননিরাপত্তা বিঘ্নসৃষ্টির একাধিক মামলা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন সিলেট শহর ও আশেপাশের এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।
এদিকে তার গ্রেফতারের খবরে স্থানীয়ভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই। কলকলিয়া ইউনিয়নের অনেকেই বলেন, “এতদিন পর হলেও আমরা শান্তি পেলাম। মানুষ এখন নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারবে। তার যন্ত্রনায় এতোদিন সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল।
গ্রেফতারকৃত আসামী আ. নূরকে সিলেট কোতোয়ালি থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, তার বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোর প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।
তথ্যসূত্র- দৈনিক আই বার্তা, দৈনিক সিটিজি ক্রাইম নিউজ ২৪.কম