কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
মুজিব মুজিব, জানিতে কি তুমি, ওগো বাংলার ভাগ্যপতি
কালস্রোতে ভেঙ্গে যায় যশ ধন মান, সব সুখ্যাতি!
সাড়ে সাতকোটি বাঙালি করেছিলে উদ্বুদ্ধ, স্বাধীনতার ডাকে
সন্ধ্যারক্তরাগসম নিদ্রায় ঢুলু তব জাতি, শতাব্দীর কোন বাঁকে?
শস্যশ্যামল মানিক্য খচিত এ বাংলার নব্বই হাজার গ্রাম
তুমি টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে, এনেছিলে এক পতাকা তলে, দিয়ে যৌবনে শ্রম!
মুজিব মুজিব, আর-একবার এসো পুনঃ জন্ম যদি থাকে
স্বাধীনতা বিপন্ন প্রায়, শকুন এসে বসেছে তমাল শাখে!
বাহান্ন উনসত্তর একাত্তর মাড়িয়ে, অশুভশক্তি মেনেছে অধীনতা
পূঁজি বাদের ভু আগ্রাসনের কাছে, নিলামে চড়েছে,
তিরিশ লক্ষের রক্তের স্বাধীনতা!
তোমার চরণ ভরে হাস্যজ্জল হতো, বাংলার পথ ধূলি
আজ-ও রাইফেলের নিশানায় দাড়িয়ে, ছোট্ট কিশোরের মুখে “জয়বাংলা বুলি !