এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনার ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও আহোতদের আশু সুস্থতা কামনায় উপজেলা বিএনপির উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রহমান, যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, মেহেদী হাসান, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ, সবেক যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ প্রমূখ।
দোয়া মাহফলে নিহতদের আত্বার শান্তি কামনা করে।