সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেক এলাকায় বিদেশি মদ বিক্রির সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন—তাহিরপুর উপজেলার হাফানিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৫) এবং বিন্নারবন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন (৩২)।
পুলিশ জানায়, হাউস বোটে ঘুরতে আসা পর্যটকদের কাছে তারা বিদেশি ব্র্যান্ডের মদ বিক্রি করছিলেন। অভিযানকালে তাদের কাছ থেকে একাধিক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তাহিরপুর থানার (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি নিলাদ্রী লেকে রাতের বেলা হাউস বোট ও নৌকায় বসে মাদক সেবন ও কেনাবেচা বেড়ে গেছে। এ নিয়ে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।