রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
হাওরের সুলতান হাউজ বোটের বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা নিয়ামতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ নিয়ামতপুরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষক ও শিক্ষার্থীর মানববন্ধন তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা জগন্নাথপুরে হাজারো পরিবারে সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের খাদ্য সামগ্রী বিতরণ নরসিংদীতে জুলাই পুনর্জাগরণে শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হাফিজুল ইসলাম এর দুটি কবিতা রেখেছো বাঙালি করে মানুষ করনি! নীলাদ্রি পর্যটকদের কাছে বিদেশি মদ বিক্রি, গ্রেফতার ২ নরসিংদীর রায়পুরায় সাবেক এমপি ও পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞার ৫৪তম শাহদৎ বার্ষিকী পালিত

হাওরের সুলতান হাউজ বোটের বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫ Time View

 

ডেস্ক রিপোর্ট:

হাওরের সুলতান-৪ নামে এক হাউসবোট কর্তপক্ষের বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা করেছেন ঢাকার এক পর্যটক। এ মামলায় আগামী ৬ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানির দিন ধার্য করেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এর আগে গত ২৬ জুলাই ভোক্তা অধিকারে মামলা করেন ঢাকার পর্যটক মাহাবুর আলম সোহাগ।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, হাউসবোটের রুম বুকিং দেওয়ার জন্য চলতি মাসের ৭ জুলাই +880 1775-895332 নাম্বারে যোগাযোগ করি। এই নাম্বার ব্যবহারকারীর নাম মেহেদি। রাজধানীর মতিঝিলে তাদের অফিস। তিনি হাওরের সুলতান-৪ এর ঢাকার এজেন্ট। তার মাধ্যমেই ২২ ও ২৩ জুলাইয়ের জন্য (এক রাত দুইদিন) একটা এসি কেবিন (২ জনের জন্য মূল্য-২৩ হাজার), একটা নন এসি কেবিন (দুইজনের জন্য মূল-১৭ হাজার) ও একটা নন এসি কেবিন (তিনজনের জন্য, মূল ৭৫০০*৩ মোট ২২৫০০ টাকা) বুকিং করি এবং অগ্রিম ৪০ হাজার টাকা তার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করি। মোট ৬২ হাজার ৫০০ টাকা বিল হয়। এরপর মধ্যে ২৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কথা ছিল বোটটি সুনামগঞ্জের শাহেব বাড়ির ঘাট থেকে হাওরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং যাত্রা শেষে একই স্থানে নামিয়ে দেবে।

হঠাৎ করে আগের দিন (২১ জুলাই) রাতে জানানো হয় বোট তাহিরপুরের আনোয়ারপুর থেকে ছাড়বে। সুনামগঞ্জ থেকে আনোয়ারপুরের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। সুনামগঞ্জে গাড়ি থেকে নেমে আনোয়ারপুরে যেতে হবে সিএনজিতে। সেখানে বাড়তি খরচ হলেও কিছু টাকা বোট কর্তৃপক্ষ দিয়েছে।

তিনি আরও বলেন, মূল প্রতারণা করেছে বোটে উঠার পর। আমি তিনজনের জন্য রুম বুকিং এবং টাকা প্রদান করলেও তারা আমাকে দুইজন থাকার এক বেডের একটা রুম দিয়েছে। যেখানে কোনোভাবেই তিনজন থাকার অবস্থা ছিল না। বার বার সেখানকার দায়িত্বে থাকা ম্যানেজারকে বিষয়টি বললেও তিনি গুরুত্ব দেননি। অথচ পাশের রুমই ছিল একটা সিঙ্গেল ও ডাবল বেডের রুম। সেটা আরেকজনকে দিয়েছেন, কিন্তু আমাকে দেন। একাধিকবার অনুরোধ করলেও সেখানকার ম্যানেজার সেলিম প্রসঙ্গ এড়িয়ে আমাকে বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকেন।

তাৎক্ষণিকভাবে বিষয়টি ঢাকায় তার এজেন্ট অফিসকে জানালেও তারাও এ ব্যাপারে সমাধান দিতে পারেননি। দুই দিন  কষ্ট করে এক বিছানায় তিনজন শেয়ার করে থাকতে হয়েছে। এখানে একজন ভোক্তা হিসেবে আমার সঙ্গে ব্যাপক প্রতারণা করেছে বোট কর্তৃপক্ষ। একইসঙ্গে বোটের ম্যানেজার সেলিম সেখানে আমার প্রাইভেসি নষ্ট করেছে।

বিষয়টি ২৩ জুলাই দুপুরে হাওরের সুলতান-৪ এর এমডি রুহুল আমিনকে (01671848377) মৌখিকভাবে জানিয়েছি। তিনি দেখবেন বলে আর কিছু জানাননি। এছাড়া বোটে যেসব খাওয়া দাওয়ার তালিকা তারা প্রচার করে থাকে সেগুলোর বেশির ভাগেরই গড়মিল ছিল।

এবিষয়ে অভিযোগকারী মাহাবুব রহমান সোহাগ বলেন, ৩ জনের রুম দেখে বুকিং করেছি। তারাও জানিয়েছে এটি ৩ জনের রুম। এসে দেখি একজনের রুম। অনেক কষ্ট করে থাকতে হয়েছে আমাদের। তাদেরকে বুকিং এবং পুরো টাকা পরিশোধ করে কোম্পানির প্যাডে বারবার রিসিট চাইলেও দেননি। আমাদের রাত্রিযাপন করার কথা ছিলো শহিদ সিরাজ লেক (নিলাদ্রী) এলাকায়। তারা উল্টোপথে দিনে যাদুকাটা ও শহিদ সিরাজ লেক (নিলাদ্রী) দেখিয়ে রাতে টাঙ্গুয়ার হাওরে ছিলো। এতে ঘুরতে এসে প্রশান্তির জায়গায় ভোগান্তি পোহাতে হয়েছে অনেক।

হাওরের সুলতান-৪ এর এমডি রুহুল আমিন বলেন, এমন অভিযোগ পাওয়ার পরেই ঢাকার এজেন্টকে বাদ দেওয়া হয়েছে। নিম্ন মানের খাবার দেওয়ার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সুনামগঞ্জ হাউসবোট এসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, আগস্টের ৬ তারিখ মামলার নিষ্পত্তির জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের শুনানীর জন্য উভয় পক্ষকে ডাকা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102