চিত্রশিল্পী মিলন বিশ্বাস
অতি সুন্দরী যদি কেহ হয়
অপরূপা বলে তাকে উপাধি দেয়।
অনিন্দ্য সুন্দরী যদি কেহ হয়
তার পিছে তাকিয়ে কতো পুরুষ রয়।
রূপসী যে হয় তার একটু নীরব গরিমা,
এটা দোষের কিছু নয়।
পরমা সুন্দরীর প্রেমে পড়লে,
সে মরবে অবহেলায়।
গায়ের রং ফর্সা হলে বলে নীল পরী
তার মনটা পেতে কতো কিছু কয়।
মুখে হাসি দেখতে ভারি নারী যদি হয়
তার উপাধি ডানা কাটা পায়।
আলো ঝলমলে একাকী দিনে
বৃষ্টি ভেজা রাতে সে দূরে যদি রয়।
কাঁদে একা ,হারানো ডানা খোঁজে,
কয়েক যুগ পার করেও সুখ নাহি হয়।
শূন্য ডানায় এই দেশে কেমনে আসবে
এখন পরীকে নিয়ে চিন্তা হয়।
পরী জননীর কথা রেখেছে মনে
তাই পরী ভঙ্গ করতে নাহি চায়।
অনাহারে থাকছে পড়ে পাঁচটি বছর
কাছে না পাওয়ার বেদনায়।
এখন ভুলে যাও সকল দুঃখ
মানব জীবন কদিনেয় হয়।