শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:

মোরেলগঞ্জে এসইডিপি’র আওতায় ২৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৯ Time View
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে অবদান রাখায়২৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি)” প্রকল্পের অধীনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান  হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. সাদেকুল ইসলাম ও মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, শিক্ষাবিদ ড. রুহুল আমিন খান, ছবির আহম্মদ আখন্দ, মাওলানা শাহাদাৎ হোসাইন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের প্রত্যেককে সনদ, সম্মাননা ক্রেস্ট এবং রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে পর্যায়ভেদে নগদ অর্থবৃত্তি প্রদান করা হয়। এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়।

প্রধান অতিথি মো. হাবিবুল্লাহ বলেন, “এসইডিপি কেবল একটি প্রকল্প নয়, এটি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই পুরস্কার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়।”

জেলা শিক্ষা অফিসার মো. সাদেকুল ইসলাম বলেন,
“এসইডিপি এখন অর্থ সহায়তার সীমা ছাড়িয়ে একটি শিক্ষাবান্ধব সংস্কার উদ্যোগে রূপ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, উপস্থিতি ও আচরণগত উন্নয়ন দৃশ্যমান হচ্ছে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে মেধা ও নৈতিকতা গড়ে তুলতে হলে শিক্ষকদেরও হতে হবে সৎ, দক্ষ ও নিবেদিত। কারিকুলামের পাশাপাশি মূল্যবোধ ও মানবিক গুণাবলি শেখানোর উপরও জোর দেন বক্তারা।পারফরম্যান্স ভিত্তিক গ্র্যান্ট (এসইডিপি) কার্যক্রমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর মধ্যে উপজেলার বাছাইকৃত ২৬ জন শিক্ষার্থীকে শিক্ষা ক্ষেত্রে তাদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের মো. সিয়াম শেখ এবং ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ হন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের আয়শা সিদ্দিকা লামিয়া।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও উল্লেখযোগ্য হলেন—সাওদা আমিন রুহি, রাজিয়া আক্তার (মোরেলগঞ্জ কিডস গার্ডেন), রিমা আক্তার ও সজল চন্দ্র চন্দ (সন্ন্যাসী পশুরবুনিয়া রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়), মুক্তি আক্তার (ধানসাগর পল্লীমঙ্গল), তামিমা তাহসিন (ডা. খলিলুর রহমান কলেজ), জুবায়ের জামান রাফি, উম্মে ফাতিমা, মঈনুল ইসলাম তুমার, মঞ্জুরুল ইসলাম, নেহা বিনতে খায়রুল, জান্নাতুল ফেরদাউস, সুমা সাহা, রনজিতা সেন লিন্ডা, জুয়েল রানা, ফারজানা আক্তার, মুসফিকুর রহমান, আবু হুরাইরাহ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা, মনিরা, সিফাতুল্লাহ, মো. শাকিল, আয়শা বিনতে আমিন, ও সালওয়া আফিন রুহি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102