মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে জুলাই গণ উভ্যুত্থান দিবসটি নানা কর্মসুচীর মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক বিভিন্ন দল ও বিভিন্ন সংস্থা যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালের সুচনা লগ্নে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, বিএনপি, জামাতে ইসলামী, জমিয়তে উলামা ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সরকারি দিগেন্দ্র বর্মন কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেস ক্লাব, সহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের সামনে এসে সমাপ্ত হয়।।
এতে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান, সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমথ রঞ্জন চক্রবর্তী, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্রশেখর সরকার, বিএনপি নেতা ও বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, জেলা জামাতে ইসলামীর নেতা মোঃ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এহসানুল হক, উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি হোসেন আহমদ, বিশ্বম্ভরপুর সোনালী ব্যাংক শাখা ম্যানেজার সুমিত রঞ্জন সিংহ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারন সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র ও শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
তাছাড়া উপজেলা বিএনপি, উপজেলা ছাত্রদল, উপজেলা জমিয়তে উলামায় ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সভা ও বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি উদযাপন করেন।
দুপুরে উপজেলা গণমিলনায়তনে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বে দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক চলচ্চিত্র প্রদর্শনী উন্মুক্ত ভাবে প্রদর্শন করা হয়।
তাছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাশনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।